Advertisement
Advertisement

Breaking News

Pakistan

জঙ্গি হামলা? পাকিস্তানে সোয়াট প্রদেশে জোড়া বিস্ফোরণে মৃত অন্তত ১৭, আহত বহু

বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি প্রায় গুঁড়িয়ে গিয়েছে।

At least 17 people have been killed in two explosions in Pakistan। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:April 25, 2023 8:50 pm
  • Updated:April 25, 2023 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) সোয়াট প্রদেশে সন্ত্রাস দমন দপ্তরে দু’টি ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। এখনও পর্যন্ত প্রমাণ মেলেনি এই বিস্ফোরণ (Blast) ঘটিয়েছে কোনও জঙ্গি গোষ্ঠী। বরং পুলিশের অনুমান, সম্ভবত ‘ শর্ট সার্কিট থেকে আগুন লেগেই বিস্ফোরণ ঘটেছে। দুর্ঘটনায় পঞ্চাশের বেশি মানুষ আহত হয়েছেন। মৃতদের অধিকাংশই পুলিশ অফিসার।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানাচ্ছে, এই বিস্ফোরণ যে জঙ্গি হামলার ফলে ঘটেছে এমন প্রমাণ মেলেনি। বরং পরিপার্শ্বিক প্রমাণ ইঙ্গিত করছে শর্ট সার্কিটের দিকেই। সম্প্রতি পাক তালিবানরা বারবার এই অঞ্চলে জঙ্গি হামলা চালিয়েছে। তাই প্রাথমিক ভাবে সেই আশঙ্কাই দেখা দিলেও পরে কিন্তু শর্ট সার্কিটের তত্ত্বের দিকেও জোর দিতে দেখা গিয়েছে পুলিশকে।

Advertisement

[আরও পড়ুন: পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে বাড়ছে আতঙ্ক! কোন আশঙ্কা রাশিয়ার?]

জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি প্রায় গুঁড়িয়ে গিয়েছে। একটি ঘরে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র রাখা থাকত। সেখানেই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনার পিছনে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দিকেই আঙুল তুলছে প্রশাসন। তবে সেটাকেই চূড়ান্ত বলে ধরে না নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে।
আসলে ২০০৯ সালের আগে এই প্রদেশের রাশ জঙ্গিদের হাতেই ছিল। কিন্তু পরবর্তী সময়ে এই অঞ্চলকে জঙ্গিমুক্ত করতে সমর্থ হয় পাক প্রশাসন। তবে এরপরও এখানে জঙ্গি হামলার ঘটনা সম্প্রতি মাথাচাড়া দিয়েছে। তাই সব দিক খতিয়ে দেখে তবেই নিশ্চিত হতে চায় পুলিশ।

[আরও পড়ুন: একই ফ্রেমে দেখা গিয়েছিল মোদির সঙ্গে, সিডনিতে ৫ মহিলাকে ধর্ষণে দোষী সাব্যস্ত সেই BJP নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement