Advertisement
Advertisement

Breaking News

Spain

ঘূর্ণিঝড় ডানার পর হড়পা বান, জোড়া ফলায় বিপর্যস্ত স্পেনে মৃত অন্তত ১৫৮

গত পাঁচ দশকে গোটা ইউরোপে ঝড়ের জেরে এমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলেই মত ওয়াকিবহাল মহলের।

At least 158 died in flash flood in Spain
Published by: Anwesha Adhikary
  • Posted:November 1, 2024 2:03 pm
  • Updated:November 1, 2024 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ডানার পর হড়পা বান। জোড়া ফলায় বিপর্যস্ত স্পেন। সেদেশে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৫০ ছাড়িয়েছে। তবে এখনও দুর্গতদের সন্ধানে কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। গত পাঁচ দশকে গোটা ইউরোপে ঝড়ের জেরে এমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলেই মত ওয়াকিবহাল মহলের।

গত সপ্তাহে পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়া এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডানা। তার পরেই হড়পা বানের কবলে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভোগান্তি আরও বাড়িয়ে মঙ্গলবার থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। গত একবছরে ওই এলাকায় যা বৃষ্টি হয় প্রায় তার সমপরিমাণ বর্ষণ হয়েছে গত কয়েকদিনে। একসঙ্গে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের জেরে অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান স্পেনের মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস।

Advertisement

বিপর্যয়ের পর জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে স্পেন সরকার। হেলিকপ্টার নামানোর পাশাপাশি, হাজারেরও বেশি জওয়ান মোতায়েন করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়। দ্রুত গতিতে উদ্ধার কাজ বিশেষ কমিটি গঠন করা হয়েছে সরকারের তরফে। গোদের উপর বিষফোঁড়ার মত এর মাঝে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে সেখানকার আবহাওয়া দপ্তর। যদিও বিরোধীদের দাবি, উদ্ধারকাজে গড়িমসি করছে কেন্দ্র সরকার।

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে যারা এখনও নিখোঁজ তাঁদের খোঁজে জোর কদমে তল্লাশি শুরু করেছে প্রশাসন। যে সব জায়গায় পৌঁছনো সম্ভব হচ্ছে না সেখানে ড্রোনের মাধ্যমে চলছে তল্লাশি। ড্রোনের ফুটেজে দেখা গিয়েছে, উদ্ধারের আশায় বাড়ির ছাদ, ট্রাক ও ব্রিজের মাথায় উঠে বসে রয়েছেন। এই অবস্থায় প্রশাসনের দাবি, মৃত বা নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয়। ইতিমধ্যেই দেড়শো পেরিয়েছে মৃতের সংখ্যা। সেটা অনেকখানি বাড়তে পারে বলেই আশঙ্কা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement