Advertisement
Advertisement

Breaking News

Chile

দাবানলে চিলিতে মৃত শতাধিক, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

দুদিনের চেষ্টাতেও আগুন নেভাতে পারেননি উদ্ধারকারীরা।

At least 112 dead, emergency issued in Chile after huge wildfire | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:February 5, 2024 9:53 am
  • Updated:February 5, 2024 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দাবানলে অন্তত ১১২ জনের মৃত্যু হল চিলিতে (Chile)। ইতিমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি হয়েছে। বিপর্যস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ। তাঁর আশঙ্কা, দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়বে।

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের পরেই ভয়াবহ দাবানল (Chile Wildfire) ছড়িয়ে পড়ে মধ্য ও দক্ষিণ চিলির বিশাল এলাকায়। পুড়ে গিয়েছে অন্তত ২৬ হাজার হেক্টর জমি। দুদিন কেটে গেলেও এখনও দাবানল পুরোপুরিভাবে নেভানো যায়নি। ৪০টি এলাকায় এখনও দাউদাউ করে জ্বলছে আগুন। খবর পেয়েই বিপর্যস্ত এলাকায় পৌঁছে যান চিলির প্রেসিডেন্ট। উদ্ধারকাজ খতিয়ে দেখে তাঁর আশঙ্কা, মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে। কারণ ধ্বংসস্তূপের মধ্য থেকে এখনও প্রচুর মানুষের দেহ উদ্ধার হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু কবে? ফাইনাল কোথায়? দিনক্ষণ ঘোষণা ফিফার]

সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে সমুদ্রঘেঁষা ভিনা দেল মার। ইতিমধ্যেই সেখানে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গ্যাব্রিয়েল। সেখানকার এক বাসিন্দা জানান, “আকাশ থেকে বৃষ্টির মতো ছাই ঝরে পড়ছে। কোনও মতে প্রাণ হাতে নিয়ে পালিয়েছি। আমাদের সর্বস্ব পুড়ে গিয়েছে।” অনেকে আবার আগুনের গ্রাসে পড়ে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছতেই পারেননি।

চিলির বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১১২ অবধি পৌঁছে গিয়েছে। উদ্ধারকাজে নেমে পড়েছে ৩১টি হেলিকপ্টার। ১৪০০ জন দমকলকর্মী ও ১৩০০ জন সেনা জওয়ান শামিল হয়েছেন উদ্ধারকাজে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪৩টি জায়গায় আগুন নেভাতে পেরেছেন উদ্ধারকারীরা। কিন্তু প্রবল গরমের জন্য নিভছে না দাবানল।

[আরও পড়ুন: শংকরের সংস্থা থেকে অন্য অ্যাকাউন্টে একদিনে ‘পাচার’ ৮০ হাজার ডলার, চাঞ্চল্যকর তথ্য পেল ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement