Advertisement
Advertisement

ডেটাকার্ড ফুরিয়েছে, ওয়াই-ফাই চাইতে গৃহস্থের বেডরুমে ঢুকে পড়ল চোর!

কী হল তারপর?

Asleep couple awakened by thief to use their WiFi network
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2018 9:11 pm
  • Updated:October 27, 2020 11:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কচোর এসে ওয়াই-ফাই পরিষেবা ব্যবহার করতে চাইছে। তবে চুরি করে নয়, রাত বিরেতে বাড়ির মালিকদের ডেকে তুলেই চলছে দরবার। এমন ঘটনা দেখেছেন কখনও? তবে আজব মনে হলেও তাইই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পালো অল্টোতে। অভিযোগ, গত ২২ জুলাই মাঝরাতে পালো অল্টো এলাকার একটি বাড়ির জানলার কাচ ভেঙে ঢুকে পড়ে চোর। বাড়ির সদস্যদের শোওয়ার ঘরে ঢুকে রীতিমতো ডেকে তোলে। একটাই দাবি, ডেটাকার্ড ফুরিয়ে গিয়েছে। ওয়াই-ফাই ব্যবহার করতে দিন। মাঝরাতে অপরিচিত কিশোরের এহেন রসিকতা ভাল লাগেনি দম্পতির। বাড়ির মালিক চোরকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। পুলিশ পরে এলাকার অন্যপ্রান্ত থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে একটি সাইকেলও উদ্ধার হয়েছে। নাবালক চোরকে পরে জুভেনাইল আদালতে পেশ করার পর হোমে পাঠিয়ে দেওয়া হয়।

[তছনছ নাগা জঙ্গিদের গোপন ঘাঁটি, বড়সড় অভিযানে নামল মায়ানমার সেনা]

পুলিশ জানিয়েছে, শুধু ২২ তারিখ নয়, ২১ তারিখেও মোবাইলের ইন্টারনেট পরিষেবা ফুরিয়ে যাওয়ায় গৃহস্থের বাড়িতে হানা দিয়েছিল কিশোর চোর। বাড়ির বসার ঘরের বাইরে দাঁড়িয়ে সে দেখতে পায় অনেকেই কফি খেতে খেতে গল্প করছেন। জানলা দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। জানলার পাশেই কফির কাপ নিয়ে কিছু পড়ছিলেন এক তরুণী। তাঁকেই টার্গেট করেছিল চোর। তবে তরুণী দেখার আগেই বাড়ির এক পুরুষ সদস্য তাকে দেখে ফেলেন। ওয়াই-ফাই ব্যবহার করতে দেওয়ার বদলে তাকে ওখান থেকে বের করে দেন বাড়ির মালিক। যাওয়ার সময় সাইকেল নিয়ে পালিয়ে যায় চোর। পড়ে বাড়ির সামনে এসে দেখা যায় সাইকেল নেই। এভাবেই একটি বাইকও চুরি গিয়েছে পালো অল্টো এলাকা থেকে। এই চুরির পিছনে সত্যি ওয়াই-ফাই ব্যবহারের কোনও যোগাযোগ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্তকে যেখানে গ্রেপ্তার করা হয়েছে তার কাছাকাছি এলাকা থেকেই সাইকেলটি উদ্ধার হয়েছে। জেরা করেও চোরের পরিচয় জানা যায়নি। তবে জানা গিয়েছে, মাঝরাতে দম্পতিকে ডেকে তোলার সময় চোরের মুখে কালো কাপড় ঢাকা ছিল। গ্রেপ্তারের পর চোরের পরনের জামার ভিতর থেকে কালো রঙের একটি গেঞ্জি উদ্ধার করেছে পুলিশ। পিঠের দিকে সেটি গলার সঙ্গে বাঁধা ছিল। নিজেকে বাঁচাতে পরে মুখ থেকে নামিয়ে গেঞ্জিটিকে পিঠে লুকিয়ে রেখেছিল চোর। এমনটাই দাবি পুলিশের। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

[পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন ইমরান, টুইটে অভিনন্দন প্রথম স্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement