সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহযুদ্ধে জর্জরিত দেশগুলির তালিকা করলে প্রথম দিকে থাকবে আফ্রিকার নানা দেশের নাম। তার মধ্যেও বেশি রক্তাক্ত সুদান (Sudan)। এবার সে দেশে বাঁধল নজিরবিহীন গৃহযুদ্ধ। লড়াই সেনা ও আধাসেনার মধ্যে। এ ওর ঘাঁটিতে হামলা চালাচ্ছে, চলছে গুলির লড়াই। আর এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। টুইট করে তাঁদের সতর্ক করা হয়েছে। ঘরের বাইরে বেরতে নিষেধ করেছে মন্ত্রক। সুদানের রাজধানী শহর খার্তুমের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি।
NOTICE TO ALL INDIANS
IN VIEW OF REPORTED FIRINGS AND CLASHES, ALL INDIANS ARE ADVISED TO TAKE UTMOST PRECAUTIONS, STAY INDOORS AND STOP VENTURING OUTSIDE WITH IMMEDIATE EFFECT. PLEASE ALSO STAY CALM AND WAIT FOR UPDATES.
— India in Sudan (@EoI_Khartoum) April 15, 2023
জানা যাচ্ছে, সুদানের উদ্ভূত পরিস্থিতির মূলে আসলে দুই প্রধানের টানাপোড়েন। সেনার প্রধান আবদেল ফাতাহ আল-বুরহান এবং তাঁর সেকেন্ড ইন কমান্ড, আধাসেনার কমান্ডার মোহামেদ হামদান দাগলো জড়িয়েছেন ঝামেলায়। আধাসেনাকে (Paramilitary Force) সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে শুরু সমস্যা। আধাসেনা বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’(RSF)-এর সঙ্গে সেনার সংঘাত সশস্ত্র সংঘর্ষে মোড় নেয়। শুক্রবার খার্তুমের (Khartoum) আরএসএফ সদর দপ্তরে সেনা হামলা চালায় বলে অভিযোগ। যা ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়।
যদিও সেনার তরফে ব্রিগেডিয়ার নাবিল আবদুল্লা পালটা অভিযোগ করেছেন যে আরএসএফের সশস্ত্র বাহিনী রাজধানী খার্তুম এবং আশপাশের সেনা ক্যাম্পগুলিতে হামলা চালিয়েছে। সেনাবাহিনী নিজেদের দায়িত্ব পালন করছে বলে দাবি তাঁর। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ছবি অনুযায়ী, সেনাপ্রধান বুরহানের খার্তুমের বাড়ির সামনে গোলাগুলি চলেছে। লোকজন ছুটে পালাতেও দেখা গিয়েছে। অন্যদিকে আরএসএফ শনিবার দাবি করেছে, খার্তুম বিমানবন্দরটি তাদের দখলে চলে এসেছে। আর তাতেই অশান্তির মেঘ আরও কালো হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে সুদানবাসী ভারতীয়দের জন্য সতর্কবার্তা পাঠিয়েছে বিদেশ মন্ত্রক। টুইট করে জানানো হয়েছে, সুদানের অশান্তি ও সংঘর্ষের মতো গুরুতর পরিস্থিতিতে সকল ভারতীয়কে সর্বোচ্চ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ঘরেই থাকুন, আশেপাশে ঘোরাফেরা করবেন না। শান্ত থাকুন এবং পরিস্থিতির দিকে নজর রাখুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.