Advertisement
Advertisement

জেলে হামলা চালিয়ে ১৩২ বন্দিকে মুক্ত করল জঙ্গিরা

সংশোধনাগারের এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷

Armed men attack jail in Philippines, 132 prisoners escape
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 10:55 am
  • Updated:January 4, 2017 10:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিলিপিন্সের জেলে হামলা চালিয়ে ১৩২ জন জেলবন্দিকে মুক্ত করল ইসলাম জঙ্গি সংগঠনের দুষ্কৃতীরা৷ এই ঘটনায়, সংশোধনাগারের এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷

জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার প্রায় ১০০ জন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় ফিলিপিন্সের ওই সংশোধনাগারে৷ বলাই বাহুল্য জঙ্গি সংগঠনের অপর দুষ্কৃতীরাই বন্দি ছিল ওই সংশোধনাগারে৷ এদিন জঙ্গি মুক্তির জন্য এই হামলা হলে নিরাপত্তারক্ষী এবং সশস্ত্র দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াই চলে৷ প্রায় দু’ঘণ্টা চলা এই লড়াইয়ে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷ জেলের ১৩২ জন বন্দিকে মুক্ত করে দিয়েছে দুষ্কৃতীরা৷

Advertisement

দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ৷ যদিও এখনও তাদের গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন জেল ওয়ার্ডেন পিটার জন বনগ্যাট৷ বহুদিন ধরেই এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ইসলাম জঙ্গি সংগঠন উপদ্রব চালিয়ে আসছে বলে জানা যাচ্ছে৷ এর আগে ২০১৬ সালে একবার সংশোধনাগারে হামলা চালিয়ে ২৩ জঙ্গিকে মুক্ত করা হয়েছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement