সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার মাটিতে জি-২০ বৈঠকে যোগ দিতে গিয়ে বর্ণবিদ্বেষের শিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বর্ণবিদ্বেষমূলক কার্টুন পরিবেশন করল আর্জেন্টিনীয় সংবাদমাধ্যম ক্রনিকা টিভি৷ মোদির বিমান আর্জেন্টিনার মাটি ছোঁয়ার পর থেকেই ‘আপু’ নামের কার্টুন চরিত্রটির সম্প্রচার করতে শুরু করে ওই সংবাদমাধ্যমটি৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই সম্প্রচারের ক্লিপিংস৷ তুঙ্গে বিতর্ক৷
Argentine TV outlet @CronicaTV displays this racist image with the headline “Apu Arrived” as India Prime Minister @narendramodi arrives in Buenos Aires for the #G20. pic.twitter.com/oNqZVpS4E5
— Patrick Gillespie (@Pat_Gillespie) November 29, 2018
কে এই ‘আপু’? বিখ্যাত মার্কিন কার্টুন শো ‘দি সিম্পসনসের’ অন্যতম প্রধান একটি কার্টুন চরিত্র৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান বুয়েনস আইরেস পৌঁছনোর পর থেকে কৃষ্ণাঙ্গ এই কার্টুন চরিত্রের সঙ্গেই মোদির তুলনা করতে শুরু করে ক্রনিকা টিভি৷ চ্যানেলে সম্প্রচারিত হতে থাকে “Apu Arrives” শিরোনাম৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ওই সম্প্রচারের ক্লিপিংস৷ ঝড় উঠেছে সমালোচনার৷
ক্ষোভ উগরে দিয়েছেন ভারত থেকে শুরু করে অন্যান্য দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ৷ একটি দায়িত্বপূর্ণ সংবাদমাধ্যম হয়ে ক্রনিকা টিভি কেমন ভাবে এমন বর্ণবিদ্বেষমূলক সম্প্রচার করতে পারল, সেই বিষয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ এই সম্প্রচারের সমালোচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত কমেডিয়ান হরি কোন্দাবলু৷ ‘আপু’ চরিত্রটির নেতিবাচক প্রভাব নিয়ে যিনি একটি সিনেমাও তৈরি করেছিলেন৷
In Argentina we do not have racial problems, that’s why we can make that kind of jokes.
— Satoshi (@AnibalSatoshi) November 30, 2018
This couldn’t be true, right? https://t.co/xiEzNgpXip
— Hari Kondabolu (@harikondabolu) November 30, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.