Advertisement
Advertisement

Breaking News

Anchor in Barcelona calls Mamata Banerjee as PM

মমতা ‘প্রধানমন্ত্রী’! বার্সেলোনার সাংস্কৃতিক অনুষ্ঠানে ভুল ঘোষণা সঞ্চালকের

সঞ্চালকের ভুল ঘোষণা সত্ত্বেও হাততালিতে ফেটে পড়ল অনুষ্ঠানস্থল।

Anchor in Barcelona mistakenly calls Mamata Banerjee as PM । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 17, 2023 9:31 pm
  • Updated:September 17, 2023 11:51 pm  

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: মমতা বন্দ্যোপাধ্যায় ‘প্রধানমন্ত্রী’! বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই ভুল ঘোষণা সঞ্চালকের। তবে তা সত্ত্বেও হাততালিতে ফেটে পড়ল অনুষ্ঠানস্থল।

বাংলায় লগ্নি আনতে স্পেনে বাংলার মুখ্যমন্ত্রী। মাদ্রিদে একাধিক কর্মসূচি ছিল তাঁর। কর্মসূচি শেষে রবিবার বিকেলের দিকে বার্সেলোনার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ট্রেনে চড়ে যাওয়ার পথে লা লিগাকে কিশোর ভারতী স্টেডিয়াম দিচ্ছেন বলে জানান তিনি। বার্সেলোনায় পৌঁছে ভারতীয় সময় সাড়ে নটার কিছুটা আগে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন মমতা। বাঙালিয়ানায় ভরপুর ওই অনুষ্ঠানের শুরুতেই গন্ডগোল। সঞ্চালক ভুলবশত মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রধানমন্ত্রী’ বলে ঘোষণা করেন। তবে তা সত্ত্বেও হাততালিতে ফেটে পড়ে অনুষ্ঠানস্থল।

Advertisement

Barcelona

[আরও পড়ুন: কলকাতার সংস্থার নামে বাজার থেকে লক্ষ-লক্ষ টাকা তুলে নয়ছয়! বিপুল নগদ-সহ গ্রেপ্তার যুবক]

চব্বিশের লোকসভার আগে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস। আর এই জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসেবেও উঠে এসেছে তাঁর নাম। এমনকী এই স্পেন সফরে আসার আগেও দুবাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহেও মমতার কাছে জানতে চেয়েছিলেন, তাঁর নেতৃত্বেই ইন্ডিয়া জোট ভবিষ্যৎ পরিকল্পনা করছে কি না। মমতা জানিয়েছিলেন, “মানুষ যদি পাশে থাকে তাহলে আমরা আজ অপজিশনে আছি। কাল পজিশনেও আসতে পারি।” এবার বিদেশের মাটিতে ভুলবশত মমতাকে ‘প্রধানমন্ত্রী’ সম্বোধনেও পড়ল হাততালি। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।     

এদিকে, এদিনই ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে গর্বের মুহূর্ত উদযাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শান্তিনিকেতন হেরিটেজ তকমা পেয়েছে। ৩৪ বছরের আগের বাংলা আর নেই। বাংলার অনেক পরিবর্তন হয়েছে। আমাদের ঐতিহ্য অনেক শক্তিশালী।” সকলকে বাংলায় আসার জন্য আমন্ত্রণও জানান তিনি।

[আরও পড়ুন: অধ্যাপকের বিরুদ্ধে মানসিক ও শারীরিক হেনস্তার অভিযোগ, এবার রাজ্যপালের দ্বারস্থ বিশ্বভারতীর ৪ ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement