Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

আমেরিকায় ভারতীয় বৃদ্ধকে ঘুসি মেরে খুন, প্রকাশ্যে ভয়াবহ ভিডিও

বৃদ্ধকে খুন করার পর ওই এলাকারই এক হোটেলে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত।

An Indian old man was killed by punching in USA
Published by: Amit Kumar Das
  • Posted:June 26, 2024 1:46 pm
  • Updated:June 26, 2024 1:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার মাটিতে খুন ভারতীয় বৃদ্ধ। প্রকাশ্য রাস্তায় তাঁকে ঘুসি মেরে হত্যা করল এক আততায়ী। ভয়াবহ সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম হেমন্ত মিশ্র। তিনি গুজরাটের বাসিন্দা। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।

জানা গিয়েছে, আমেরিকার ওকলাহোমে অবস্থিত এক মোটেলে ম্যানেজারের কাজ করতেন হেমন্ত মিশ্র। রোহিত শর্মার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ৫৯ বছর বয়সি বৃদ্ধ মোটেলের বাইরে পার্কিং জোনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে কথা বলছেন। কোনও বিষয় নিয়ে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এরই মাঝে বৃদ্ধকে লক্ষ্য করে তাঁর মুখে সজোরে ঘুসি চালায় ওই অভিযুক্ত। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান হেমন্ত। তিনি পড়ে যেতেই ছুটে আসেন পথচারিরা। ভিডিওতেই ভারতীয় ক্যাপ্টেন জানান, ওই অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।

Advertisement

আমেরিকার মাটিতে ভারতীয় হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন পুলিশের কাছে অভিযোগ জানানো হলে ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ এই খুনের ঘটনা ঘটে মেরিডিয়ান অ্যাভিনিউয়ের পাশে ওই মোটেলের পার্কিং এরিয়ায়। ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রিচার্ড লুইস (৪১)। বৃদ্ধকে খুন করার পর ওই এলাকারই এক হোটেলে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: মায়ের ‘আদরের পলিনিয়া’র জন্মদিন, চিনতে পারছেন টলিপাড়ার এই নায়িকাকে?]

পুলিশের দাবি, লুইসের কিছু জিনিস ওই মোটেলের বাইরে পার্কিংয়ে রাখা ছিল সেগুলিকে সেখানে রেখেই চলে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন বৃদ্ধ। তবে সেগুলি নিয়ে যেতে অনড় ছিলেন অভিযুক্ত হত্যাকারী। এই নিয়ে অশান্তির মাঝেই বৃদ্ধকে ঘুসি মারে অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন বৃদ্ধ ওই যুবককে জিনিসপত্র নিয়ে যেতে বাধা দিচ্ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ