Advertisement
Advertisement

Breaking News

শিশুমৃত্যু

জলের খোঁজে মা, অ্যারিজোনায় অনুপ্রবেশের সময়ে মৃত্যু তৃষ্ণার্ত ভারতীয় শিশুর

মৃত শিশু সাত বছরের গুরপ্রীত কউর৷

An Indian girl of age 7 dies as she didn't get water at US-Mexico border
Published by: Sucheta Sengupta
  • Posted:June 15, 2019 11:41 am
  • Updated:June 15, 2019 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশের শিকার এক ভারতীয় শিশু৷ আমেরিকা-মেক্সিকো সীমান্তে ওই শিশুকন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, সাত বছরের শিশু কন্যাটি ছিল ভারতীয়। মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা দপ্তরের অফিসাররা জানিয়েছেন, বুধবার ওই শিশুকন্যার দেহটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল জনমানবহীন মেক্সিকো সীমান্তে। তার নাম গুরপ্রীত কউর৷

[আরও পড়ুন: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা করলেন মোদি, নীরব শ্রোতা ইমরান]

টহলদার বাহিনীর প্রধান রয় ভিলারিয়েল জানিয়েছেন, ‘অ্যারিজোনার লিউকভিলে কাউন্টি থেকে ২৭ কিলোমিটার পশ্চিমে মেয়েটির দেহ পাওয়া যায়। আমাদের সহানুভূতি রইল মেয়েটি ও তার পরিবারের প্রতি।’ তাঁদের দাবি, গায়ের রং, চেহারা, সঙ্গে থাকা জিনিস ও কাগজপত্র দেখে বোঝা গিয়েছে, মেয়েটি ভারতীয়। বেআইনিভাবে লুকিয়ে আমেরিকায় অনুপ্রবেশ করতে গিয়ে প্রবল গরমে, খিদে, তেষ্টায় সম্ভবত গুরপ্রীতের মৃত্যু হয়েছে। অবশ্য সে আগে থেকেই অসুস্থও থাকতে পারে বলেও মনে করছেন নিরাপত্তারক্ষীদের একাংশ।

Advertisement

আন্তর্জাতিক মানব পাচারকারীদের ফাঁদে পড়ে হাজার হাজার লোক যানবাহন ও পণ্য বোঝাই গাড়ির ফাঁকে লুকিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকায় অনুপ্রবেশের চেষ্টা করছেন অনেকেই৷ বিভিন্ন মহাদেশের লোকজন নিয়মিতভাবে এটা করতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে বা পরিবেশগত কারণে নিজেদেরই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে৷ এমনিতেই আমেরিকার অ্যারিজোনা প্রদেশ অত্যন্ত খরাপ্রবণ, দাবদাহে ফুটিফাটা মাটি৷আর সেখানে যে এমন একটা বিপদ নেমে আসবে, সেই আশঙ্কাও ছিল৷ গুরপ্রীতের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই এলাকায় ২ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

[আরও পড়ুন: আকাশসীমা বন্ধের সময়সীমা আরও বাড়াল পাকিস্তান]

কেউ কেউ আবার ধরাও পড়ছেন মার্কিন শুল্ক দপ্তরের কর্মীদের হাতে। জানা গিয়েছে, আরও চার ভারতীয় মহিলা ও শিশুর সঙ্গে আমেরিকায় পাচার করা হচ্ছিল গুরপ্রীত নামে বছর সাতের মেয়েটিকে। বাকিরা ধূ ধূ মরুভূমি পেরিয়ে আমেরিকায় ঢুকতে পারলেও, মাঝপথে অসুস্থ গুরপ্রীত জল খেতে চায় মায়ের কাছে৷ তাকে অপেক্ষা করিয়ে রেখে মা জলের খোঁজে গিয়েছিলেন৷ তারই মধ্যে এমন দুর্ঘটনা৷ কারণ মার্কিন অভিবাসন ও শুল্ক দপ্তরের বাহিনীর হাতে বাকি ভারতীয় মহিলারা ধরা পড়েছেন এবং তাঁরা স্বীকার করেছেন, অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করছিলেন তাঁরা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement