Advertisement
Advertisement

জাতিবিদ্বেষের জের, ভারতীয় ইঞ্জিনিয়ারকে হত্যা করল মার্কিন নাগরিক

‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’... গুলি করার আগে এই কথাই বলেছিল অভিযুক্ত!

 An Indian engineer was killed and two others injured when an American man opened fire on them
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 24, 2017 3:37 am
  • Updated:February 24, 2017 9:16 am

সংবাদ প্রতিদি ডিজিটাল ডেস্ক: ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’… কথাটা শেষ হতে না হতেই ৩২ বছরের শ্রীনিবাসের উপর গুলি চালাল ব্যক্তি৷ ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কর্মসূত্রে আমেরিকায় থাকতেন৷ তাঁর দোষ বলতে ছিল এটাই৷ আর সেই দোষের খেসারত হিসাবেই মৃত্যু হল তাঁর৷ বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের গারমিন হেড কোয়ার্টারে শ্রীনিবাস কুঞ্চুভোতলাকে গুলি করে হত্যা করে অ্যাডাম পারিংটন নামের এক ব্যক্তি৷

জানা গিয়েছে, ঘটনার দিন রাতে শ্রীনিবাস এবং তাঁর সহ-কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় ৫১ বছরের অ্যাডাম৷ ঘটনার সময় শ্রীনিবাস ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তাঁর এক সহকর্মী৷ তাঁদের মধ্যে একজন আলোক মাদাসানিরও গুলি লাগে বলে জানা গিয়েছে৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Advertisement

(যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন থেকে ভারতীয় দম্পতিকে উদ্ধার করলেন সুষমা)

এই ঘটনার পাঁচ ঘণ্টা পর, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত অ্যাডামকে গ্রেপ্তার করে পুলিশ৷ কেবল মাত্র হিংসার বশবর্তী হয়েই ভারতীয় ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল অ্যাডাম৷ প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ৷ এই ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনকও আখ্যা দেওয়া হয়েছে পুলিশের তরফে৷ এই ঘটনার কথা প্রকাশ্যে আসায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে৷ দূতাবাসের তরফে শ্রীনিবাস এবং আলোকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement