সংবাদ প্রতিদি ডিজিটাল ডেস্ক: ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’… কথাটা শেষ হতে না হতেই ৩২ বছরের শ্রীনিবাসের উপর গুলি চালাল ব্যক্তি৷ ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কর্মসূত্রে আমেরিকায় থাকতেন৷ তাঁর দোষ বলতে ছিল এটাই৷ আর সেই দোষের খেসারত হিসাবেই মৃত্যু হল তাঁর৷ বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের গারমিন হেড কোয়ার্টারে শ্রীনিবাস কুঞ্চুভোতলাকে গুলি করে হত্যা করে অ্যাডাম পারিংটন নামের এক ব্যক্তি৷
জানা গিয়েছে, ঘটনার দিন রাতে শ্রীনিবাস এবং তাঁর সহ-কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় ৫১ বছরের অ্যাডাম৷ ঘটনার সময় শ্রীনিবাস ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তাঁর এক সহকর্মী৷ তাঁদের মধ্যে একজন আলোক মাদাসানিরও গুলি লাগে বলে জানা গিয়েছে৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এই ঘটনার পাঁচ ঘণ্টা পর, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত অ্যাডামকে গ্রেপ্তার করে পুলিশ৷ কেবল মাত্র হিংসার বশবর্তী হয়েই ভারতীয় ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল অ্যাডাম৷ প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ৷ এই ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনকও আখ্যা দেওয়া হয়েছে পুলিশের তরফে৷ এই ঘটনার কথা প্রকাশ্যে আসায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে৷ দূতাবাসের তরফে শ্রীনিবাস এবং আলোকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.