Advertisement
Advertisement
Taliban

তালিবানের হাতে আটক মার্কিন পরিচালক, চোখ বেঁধে নিয়ে যাওয়া হল গোপন স্থানে

এক আফগান প্রযোজক ফৈজুল্লা ফয়েজবক্সকেও আটক করেছে তালিবান।

American filmmaker, Afghan producer detained by Taliban, report says। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:August 21, 2022 1:57 pm
  • Updated:August 21, 2022 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন (US) সাংবাদিক ও চিত্র পরিচালক আইভর শিয়ারার এবং আফগান (Afghanistan) প্রযোজক ফৈজুল্লা ফয়েজবক্সকে আটক করল তালিবান। নিউইয়র্কের এক সংবাদমাধ্যমের তরফে তালিবদের (Taliban) কাছে আবেদন জানানো হয়েছে, জেহাদিরা যেন দ্রুত ওই দু’জনকে মুক্তি দেয়।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত ১৭ আগস্ট কাবুলের শেরপুরে শুটিং করছিলেন দুই ব্যক্তি। উল্লেখ্য, এখানেই মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল কায়দার শীর্ষনেতা জওয়াহিরি। ওই এলাকায় অনেক নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল। তারা তাঁদের ওয়ার্ক পারমিট, আইডি কার্ড, পাসপোর্ট ও অন্যান্য নথি যাচাই করে দেখে। তারপর তাঁদের ঘণ্টা দুয়েক আটকে রাখে তারা। সেই সময় তাঁদের ‘মার্কিন চর’ বলে উল্লেখ করছিল ওই রক্ষীরা। এর মধ্যেই খবর যায় তালিবান গোয়েন্দাদের কাছে। সঙ্গে সঙ্গে ৫০ জন সশস্ত্র তালিবান সেখানে হাজির হয়। তারা মার্কিন পরিচালক ও আফগান প্রযোজকের চোখ বেঁধে গোপন স্থানে নিয়ে যায় বলে দাবি করেছেন সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা।

Advertisement

[আরও পড়ুন: ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রভাবশালী নেতাকে বহিষ্কার করল বিজেপি]

গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানে পা রাখেন আইভর শিয়ারার। প্রথমে এক মাসের ভিসা থাকলেও মার্চে তিনি আরও এক বছর আফগানিস্তানে থাকার অনুমতি পান তালিবানের কাছ থেকে। কিন্তু গত জুনে তাঁকে ডেকে পাঠায় জেহাদিরা। তালিবানের বিদেশমন্ত্রক আইভরকে তাঁর পুরনো কাজ দেখানোর নির্দেশ দেয়। তাঁকে জানিয়ে দেওয়া হয়, সন্দেহ হচ্ছে বলেই এভাবে তাঁকে তলব করা হচ্ছে। মাস দুই যেতে না যেতেই অপহরণ করা হল আইভরকে।

এক মার্কিন নজরদারি সংস্থা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, আফগানিস্তানে এই ধরনের ঘটনা বাড়ছে। সংবাদমাধ্যমের কর্মীদের আটক করছে তালিবান। যা থেকে পরিষ্কার কাবুলিওয়ালার দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা বিপণ্ণ। এই পরিস্থিতিতে অপহৃত দু’জনকে ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

[আরও পড়ুন: পাকিস্তানে আরও কোণঠাসা ইমরান, আর্থিক দুর্নীতির অভিযোগে হতে পারেন গ্রেপ্তার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement