Advertisement
Advertisement

Breaking News

Israel

‘গাজা পুনর্দখল ইজরায়েলের জন্য ভালো হবে না’, তেল আভিভকে সতর্ক করল আমেরিকা

গতকালই গাজা পুনর্দখলের ইঙ্গিত দেন নেতানিয়াহু।

America Warns Israel Against Reoccupying Gaza | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 8, 2023 12:28 pm
  • Updated:November 8, 2023 12:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার তেল আভিভ দাবি করেছে, হামাস জঙ্গিদের নিকেশ করতে গাজা শহরের কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা (Israel Army)। এবার যুদ্ধবিধ্বস্ত নগরের নিচে থাকা জঙ্গি গোষ্ঠীর গোপন সুড়ঙ্গগুলোতে হামলা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা পুনর্দখলের এই কৌশলকে ভালোভাবে দেখছে না আমেরিকা (America)। হোয়াইট হাউসের দাবি, “গাজা পুনর্দখল ইজরায়েলের মানুষের জন্য ভালো হবে না।”

গতকালই ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “গোটা গাজা শহরের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত তেল আভিভ।” ঘুরিয়ে গাজা দখলের কথাই বলেছেন তিনি। এই বিষয়ে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ” প্রেসিডেন্ট (জো বাইডেন) মনে করেন গাজা পুনর্দখল ইজরায়েলের মানুষের জন্য ভালো হবে না।” আরও বলেন, “এখন মূল প্রশ্ন, যুদ্ধ পরবর্তী গাজারা চেহারা কেমন হবে, গাজার প্রশাসনিক ব্যবস্থা কী দাঁড়াবে। কারণ, গত এক মাসে যাই ঘটে থাকুক, কেবল ৬ অক্টোবরের হামলার প্রেক্ষিতে, হামাসের কথা ভেবে বৃহত্তর বিষয়টির বিবেচনা হতে পারে না।”

Advertisement

[আরও পড়ুন: Cricket World Cup 2023: ইডেনে জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন গাভাসকর, দেখুন ভিডিও]

ইজরায়েল-হামাস যুদ্ধের এক মাস পূর্তিতে এবিসি নিউজকে গতকাল নেতানিয়াহু বলেছিলেন, “তাদের হাতে গাজার শাসনভার থাকা উচিত, যারা হামাসের পথে চলতে চায় না।” এর পর সরাসরি বলেন, “আমি মনে করি ইজরায়েল গাজাকে অনির্দিষ্টকালের জন্য নিরাপত্তা দিতে সক্ষম। কারণ আমরা ভুক্তভোগী, গাজার নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে না থাকলে কী হয়, আমরা তা জানি।” নেতানিয়াহুর এই মন্তব্যের পরই ইজরায়েলকে গাজা পুনর্দখল নিয়ে সতর্ক করল আমেরিকা।

[আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি! কালীপুজো-ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement