Advertisement
Advertisement

ভেনেজুয়েলা থেকে তেল কেনা যাবে না, ভারতকে হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

ইরান, সৌদির পর মার্কিন রোষানলে ভেনেজুয়েলা৷

 America warns India for buying oil from Venezuela
Published by: Tanujit Das
  • Posted:February 14, 2019 12:46 pm
  • Updated:February 14, 2019 12:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানকে আগেই কালো তালিকাভুক্ত করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ভেনেজুয়েলা৷ আরও এক শত্রু দেশের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। এমনকী, ভারত, চিন-সহ বিশ্বের বেশকিছু দেশকে ট্রাম্প প্রশাসন সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানাল, ভেনেজুয়েলা থেকে তেল বা পেট্রোপণ্য ক্রয় করা যাবে না।

[বিপাকে মহাকাশে ‘স্বপ্নের ফেরিওয়ালা’, মঙ্গলে যাওয়ার টিকিট বেচেও দেউলিয়া ]

Advertisement

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের হুমকি দিয়ে জানান, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করায় ভেনেজুয়েলার থেকে কেউ তেল কেনাতে পারবে না। মঙ্গলবারই ভারত সফরে এসেছিলেন ভেনেজুয়েলার পেট্রোলিয়াম মন্ত্রী এবং সে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পিডিভিএসএ-র সভাপতি ম্যানুয়েল কিভেদো৷ সাংবাদিকদের তিনি জানান, আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশ কিছুটা কম মূল্যে তাঁরা ভারতকে অপরিশোধিত তেল বিক্রি করতে চান। কারণ ভারতের সঙ্গে ভেনেজুয়েলা ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যবসায়িক লেনদেন মজবুত করতে ইচ্ছুক দেশটি। এ পথেই তাঁরা তীব্র আর্থিক সংকটের শাপ কাটিয়ে উঠতে চান। এরপরই নয়াদিল্লির উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন৷

[শাটডাউন রুখতে শাসক-বিরোধী রফা চূড়ান্ত, চুক্তিতে অখুশি ট্রাম্প]

প্রসঙ্গত, ভেনেজুয়েলার কমিউনিস্ট সরকারের প্রধান নিকোলাস মাদুরো দেশের বিপুল পেট্রোপণ্য চুরি করে নিজের আর্থিক সম্পত্তি বাড়িয়েছেন। গোটা দেশকে তিনি ঠেলে দিয়েছেন অন্ধকার ও অনাহারের দিকে। এই কুকর্মে মাদুরোকে মদত জুগিয়েছে সে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এরপরই ভেনেজুয়েলার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের স্পষ্ট হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ তেল কিনলে সেই দেশকে চরম ফল ভুগতে হবে। উল্লেখ্য, ইরান, সৌদির পর ভেনেজুয়েলা হল ভারতে তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। ভারত হল বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের ক্রেতা। ভারতীয় কূটনীতিকদের মতে, ইরানের কাছে তেল কেনার বিষয়ে ছাড় দিলেও, ভেনেজুয়েলার মার্কিন ছাড়পত্র মিলবে কিনা সে বিষয়ে ধন্দ রয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement