Advertisement
Advertisement

Breaking News

America

পুতিনকে পালটা, ২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল আমেরিকা

দুই দেশের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ।

America expels two Russian Embassy officials। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 7, 2023 10:22 am
  • Updated:October 7, 2023 10:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার ছোড়া ইটের জবাবে পাটকেল আমেরিকার। তথ্য হাতানোর অভিযোগে দুই মার্কিন কূটনীতিককে মস্কো থেকে তাড়িয়ে দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সেই অভিযোগকে ভিত্তিহীন বলে এবার ওয়াশিংটনের রুশ দূতাবাসের দুই কূটনীতিককে বহিষ্কার করল বাইডেন প্রশাসন। ফলে বিশ্বের শক্তিধর দুই দেশের মধ্যে সপ্তমে চড়ছে সংঘাত। 

জানা গিয়েছে, গত মাসে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছিল রাশিয়া (Russia)। জেফরি সিলিন ও ডেভিড বার্নস্টাইন নামে দুই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তাঁরা দূতাবাসের প্রাক্তন এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। বিভিন্ন গোপন তথ্য তাঁরা সংগ্রহ করছিলেন। রুশ প্রশাসনের এই অভিযোগগুলো ভিত্তিহীন বলে নস্যাৎ করে দিয়েছে আমেরিকা। 

Advertisement

এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র মাথ্যু মিলার জানিয়েছেন, “আমাদের কূটনীতিকদের রাশিয়া যেভাবে হেনস্তা করছে তা বরদাস্ত করা হবে না।” এর পরই ওয়াশিংটনের রুশ দূতাবাসের দুই কূটনীতিকদের বহিষ্কার করে দেয় আমেরিকা (US)। আগামী সাতদিনের মধ্যে তাঁদের মার্কিন মুলুক ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: গ্রেনেড ফেটেই মৃত্যু হয়েছে প্রিগোজিনের, দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দাবি পুতিনের]

উল্লেখ্য, আধিপত্য বিস্তারের লড়াইয়ে দুই দেশের মধ্যে লড়াই বহুদিনের। যা আরও তীব্র হয়েছে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। যুদ্ধের ময়দানে আমেরিকা যেভাবে জেলেনস্কি বাহিনীকে সাহায্য করছে তা নিয়ে ফুঁসছে রাশিয়া। যতদিন যাচ্ছে মার্কিন অস্ত্রবলে আরও শক্তিশালী হয়ে উঠছে কিয়েভ। যা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মস্কোর। তাই নানা ছুঁতোয় বাইডেন প্রশাসনের উপর রাশিয়া চাপ তৈরি করতে চাইছে বলে মত বিশ্লেষকদের। যার কড়া জবাব দিচ্ছে আমেরিকাও। 

[আরও পড়ুন: ঠান্ডা লড়াইয়ের হুঙ্কারের মাঝেই বাইডেনের সঙ্গে বৈঠক জিনপিংয়ের! নতুন কী কৌশল চিনের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement