Advertisement
Advertisement
Ford

ফোর্ডের ফেরা নিয়ে মোদিকে মার্কিন আশ্বাস, সাইবার সুরক্ষাতেও ইন্দো-মার্কিন জোট

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে গবেষণা করবে নাসা ও ইসরো!

America assures PM Modi about Ford's return to India
Published by: Kishore Ghosh
  • Posted:September 24, 2024 4:21 pm
  • Updated:September 24, 2024 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দিনের সফরে আমেরিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে যোগদান করতেই তাঁর এই সফর। তবে সম্মেলনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক আলোচনায় উঠে এসেছে প্রতিরক্ষা, প্রযুক্তি, সাইবার সুরক্ষা-সহ একাধিক প্রসঙ্গ। মোদি-বাইডেনের বৈঠকে যে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির সম্ভাবনাময় দিক নিয়ে আলোচনা হয়েছে, তা আগেই জানা গিয়েছে। আরও জানা গেল যে, আমেরিকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ড আবার ফিরছে ভারতে।

২০২১ সালে ভারতে গাড়ি তৈরি বন্ধ করে দিয়েছিল ফোর্ড। সম্প্রতি আমেরিকান গাড়ি প্রস্তুতকারী সংস্থাই আবার ইচ্ছাপ্রকাশ করেছে ভারতে গাড়ি তৈরির কারখানা পুনরায় চালু করার জন্য। চেন্নাইয়ে তাদের পুরনো কারখানাটিকে আবার ব্যবহার করতে চাইছে ফোর্ড। মোদির আমেরিকা সফরে এ নিয়েও কথা হয়েছে বাইডেনের। দুই রাষ্ট্রনেতাই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

Advertisement

সাইবার সুরক্ষার ক্ষেত্রে ভারত ও আমেরিকা, দু’দেশই পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছে। চলতি বছরের নভেম্বরে দ্বিপাক্ষিক একটি মঞ্চও শুরু করার কথা উঠে এসেছে মোদি-বাইডেন বৈঠকে। সাইবার হামলা সংক্রান্ত তথ্য, সাইবার সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ এবং টেলিযোগাযোগ মাধ্যমে ঝুঁকি কমানোর লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করবে। এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসা ও ইসরোর একসঙ্গে কাজ করার কথাও উঠে এসেছে আলোচনায়।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে গবেষণা করবে দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থা। ‘সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’-এর মাধ্যমে দু’পক্ষের মধ্যে তথ্যের আদানপ্রদানকেও বাহবা দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। অন্যদিকে, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে আরও ছড়িয়ে দিতে এবার আমেরিকার মাটিতে বিশ্বের বিভিন্ন টেকনোলজি সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করলেন মোদি। সেই বৈঠকে ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement