ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সঙ্গে যুদ্ধের মাঝেই এবার ইরানের মাটিতে শোরগোল। জানা যাচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই গুরুতর অসুস্থ। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে কোমায় চলে গিয়েছেন তিনি। তবে ইজরায়েলে ও আমেরিকার সঙ্গে চলতে থাকা যুদ্ধ আবহে গোপনে খামেনেই-এর উত্তরসূরি বেছে নেওয়া হয়েছে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কোনও কারণে খামেনেই-এর মৃত্যু হলে ইরানের সর্বোচ্চ নেতার পদ নিয়ে যাতে কোনও জটিলতা তৈরি না হয় সে কথা মাথায় রেখে রবিবারই বেছে নেওয়া হয়েছে দ্বিতীয় সুপ্রিম লিডার। খামেনেই-এর পুত্র মোজতবা খামেনেইকে দেওয়া হবে ইরানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি ইরান সরকার। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ৮৫ বছর বয়সি খামেনেই-এর স্বাস্থের দিকে নজর রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, ২৬ সেপ্টেম্বর ইরানের বিশেষজ্ঞ পরিষদের ৬০ জন সদস্য একটি বৈঠক করেন। সেখানেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অবিলম্বে খামেনেই-এর উত্তরসূরী বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পর সর্বসম্মতিক্রমে মোজতবাকে এই পদের জন্য বেছে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর শেষবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন খামেনেই-এর দ্বিতীয় পুত্র মোজতবা। পাশে রাইফেল রেখে ইরানের জনতার উদ্দেশে বার্তা দিয়েছিলেন তিনি। যেখানে ইজরায়েলের হামলায় মৃত হাসান নাসরাল্লার জন্য দেশের জনতাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করার আহবান জানান তিনি। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাবা সুপ্রিম লিডার হওয়ায় ইরানের মাটিতে বিপুল ক্ষমতাশালী মোজতবা। ২০০৯ সালে ইরানের গণ বিক্ষোভ সামাল দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন তিনি। ২০২১ সালে, তাকে আয়াতুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল, যা সর্বোচ্চ নেতা হওয়ার জন্য সংবিধানের একটি অপরিহার্য শর্ত।
এদিকে খামেনেইর অসুস্থতার জল্পনার মাঝে সোমবার একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলছেন খামেনেই। এই ছবি সামনে আসতেই নতুন করে শুরু হয় জল্পনা। এই ছবি পুরানো, নাকি সর্বোচ্চ নেতার সুস্থতার প্রমাণ দিতে ছবিটি পোস্ট করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.