সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন অর্থনীতি যে আজ নিম্নমুখী, তার দায় ভ্রান্ত মার্কিন নীতির উপরেই চাপালেন জনপ্রিয় চিনা ই-কমার্স সাইট আলিবাবা-র প্রতিষ্ঠাতা জ্যাক মা৷ তিনি প্রশ্ন তুলেছেন, গত ৩০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ১৩টি যুদ্ধে ১৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছে৷ তারপর আমেরিকার বাণিজ্যে ধস নামলে কেন চিনকে দোষারোপ করা হবে?
আমেরিকার পক্ষে এই সময় জ্যাক মা-র এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ কারণ, সদ্য মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসের দখল নিয়েই হুমকি দিয়েছেন, চিনা পণ্যতে আমেরিকা ছেয়ে যেতে দেবেন না৷ বেজিং বাড়াবাড়ি করলে ফল ভাল হবে না বলেও বেজিংকে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প৷ পাল্টা হুমকি দিয়েছে বেজিংও৷ এই প্রেক্ষাপটে জ্যাকের বক্তব্য আমেরিকার অর্থনীতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷
জ্যাক মা জানিয়েছেন, ওয়াশিংটন দায়িত্বজ্ঞানহীনের মতো যুদ্ধ ঘোষণা করে মার্কিন অর্থনীতিকে দুর্বল করে তুলেছে৷ এর পিছনে চিনের কোনও হাত নেই৷ তবে এখনই বাণিজ্যিক ইস্যুতে আমেরিকা ও চিন সরাসরি সংঘাতে যাবে না বলেও জানিয়েছেন জ্যাক৷ তিনি আশা প্রকাশ করেছেন, ট্রাম্প একজন উদার মানসিকতার ব্যক্তি৷ তাঁকে আরও সময় দিতে হবে৷ আমেরিকায় ১০ লক্ষ চাকরি তৈরির আশ্বাস দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.