সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামে অ্যালবার্ট আইনস্টাইনের (Albert Einstein) চিঠি। ১ লক্ষ ২৫ হাজার ডলার থেকে ওই নিলাম শুরু হওয়ার কথা। ভারতীয় মুদ্রায় যা ১.০২ কোটি টাকা। চিঠিটি ধর্মীয় শিক্ষিকা মার্থা মাঙ্ককে লিখেছিলেন বিশ্ববিশ্রুত বিজ্ঞানী।
কিন্তু কেন এত চর্চা সেই চিঠি নিয়ে, যার ফলে নিলামে তা চড়া দামে বিক্রি হতে চলেছে? আসলে ওই চিঠিতে মার্থাকে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তাঁর ধ্যানধারণার কথা লিখেছিলেন আইনস্টাইন। এই বিশ্বসংসার কোনও অসীম শক্তির সৃষ্টি, এই আইডিয়ার প্রতি তাঁর মুগ্ধতার কথা জানিয়েছিলেন নোবেলজয়ী বিজ্ঞানী। সেই চিঠিই এবার নিলামে তুলেছে ‘দ্য র্যাব কালেকশন’ নামের এক সংস্থা।
ওই চিঠিতে আইনস্টাইন ঈশ্বর সম্পর্কে মানুষের দুই পরস্পরবিরোধী মনোভাব নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। একদিকে, মানুষরা ঈশ্বরকে কল্পনা করে মানুষেরই মতো কোনও অবয়বে। অন্যদিকে, বিজ্ঞানীরা মনে করেন না, কোনও এক অসীম শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এই আইডিয়া মানুষপ্রতিম ঈশ্বরের কল্পনাকে ব্যাহত করে বলে দাবি করেছিলেন আইনস্টাইন। সেই সঙ্গে তাঁর দাবি ছিল, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরের অস্তিত্বের ধর্মীয় ব্যাখ্যাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.