Advertisement
Advertisement

Breaking News

Hijab row

হিজাব বিতর্কে প্রতিবাদী মুসকানের প্রশংসায় পঞ্চমুখ আল কায়দার শীর্ষনেতা জাওয়াহিরি

মুসকানের সাহসের প্রশংসা করে কবিতাও লিখেছে জেহাদি নেতা।

Al-Qaeda leader Zawahiri praises Muskan Khan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 6, 2022 11:25 am
  • Updated:April 6, 2022 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের (Karnataka) একটি কলেজে একদল উন্মত্ত হিন্দুত্ববাদী যুবকের ‘জয় শ্রীরাম’ ধ্বনির পালটা ‘আল্লাহু আকবর’ স্লোগান তুলে শিরোনামে উঠে আসেন বোরখা পরা এক শীর্ণকায় মুসলিম তরুণী। নেট মাধ্যমে ভাইরাল হয় মুসকান খান নামের ওই তরুণীর সাহসিকতার ভিডিও। সেই মুসকানকে প্রশস্তিতে ভরিয়ে দিল আল কায়দা (Al-Qaeda) জঙ্গি গোষ্ঠীর শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরি। একটি ভিডিওয় মুসকানকে নিয়ে বলতে গিয়ে জাওয়াহিরি জানিয়েছে, সে মুসকানের সাহসের প্রশংসা করে কবিতাও লিখেছে।

দীর্ঘদিন ধরেই গুজব ছিল জাওয়াহিরি হয়তো বেঁচে নেই। এবার সেই সব গুজব উড়িয়ে প্রকাশ্যে এল জঙ্গি নেতার ভিডিও। লাদেনের মৃত্যুর পর থেকে আল কায়দার মসনদে বসেছিল জাওয়াহিরি। সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠন SITE ভিডিওটির সত্যতা যাচাই করে জানিয়েছে, ভিডিওয় মুসকান সম্পর্কে রীতিমতো উচ্ছ্বসিত দেখিয়েছে জাওয়াহিরিকে।

Advertisement

[আরও পড়ুন: টেস্টিং বাড়তেই ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণের গ্রাফ, স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেস]

ভিডিওটির থাম্বনেল ও যে পোস্টার দেখা গিয়েছে, তাতে লেখা রয়েছে ‘ভারতের মহীয়সী’। মুসকানের সাহস নিয়ে কবিতা লেখার কথা জানানো পাশাপাশি জাওয়াহিরিকে ভিডিওয় বলতে শোনা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসকানের কথা জানতে পেরেছে সে। সেই সঙ্গে ভারতে মুসলিমদের প্রতি অন্যায় আচরণের অভিযোগ তুলে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে জাওয়াহিরি।

আল কায়দার ‘আস-সাহাব মিডিয়া’ প্রকাশ করেছে ভিডিওটি। জাওয়াহিরির কথা থেকে পরিষ্কার, আত্মগোপন করে থাকলেও ভারতের সব ঘটনাবলির দিকে নজর রয়েছে তার। পাশাপাশি ইজিপ্ট ও মরক্কোর হিজাব নীতিরও সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে।

হিজাব বিতর্কে (Hijab row) উত্তাল কর্ণাটকের একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল মুসকানকে। গাড়ি পার্ক করে ক্লাসের দিকে এগোতেই তাঁকে ঘিরে ধরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকে হিন্দুত্ববাদী ছাত্ররা। একটা সময় ঘুরে দাঁড়ান ছাত্রী। চোয়াল শক্ত করে পালটা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে দেখা যায় তাঁকে। দ্রুত ভাইরাল হয়ে গিয়েছিল ভিডিওটি।

[আরও পড়ুন: নবরাত্রির সময় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, দিল্লি পুরসভার নয়া ফরমানে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement