সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে হেনস্তার শিকার দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সদস্য মনজিৎ সিং জিকে৷ ক্যালিফোর্নিয়ার একটি গুরুদ্বারের সামনে শিরোমণি অকালি দলের এই নেতাকে বেধড়ক মারধর করে ২০ জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী৷ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বিদেশের মাটিতে শিখ হেনস্তার নিন্দায় সরব হয়েছে সবর্মহল৷
[লন্ডনে রাহুলের অনুষ্ঠান বানচালের ছক খালিস্তানিদের, ব্যর্থ করল স্কটল্যান্ড ইয়ার্ড]
জানা গিয়েছে, গুরুদ্বারের বাইরে অপেক্ষারত অবস্থায় থাকার সময় হঠাৎই মনজিৎ সিং জিকের উপর হামলা চালানো হয়৷ মাটিতে ফেলে তাঁকে মারধর করা হয়৷ এরপরেই চম্পট দেয় দুষ্কৃতীরা৷ মারধরের ফলে মুখে গুরুতর চোট পেয়েছেন অকালি দলের এই নেতা৷ প্রহৃত মনজিৎ জানান, গুরুদ্বারের সামনে শোরগোল বাধানোর ছকেই হামলা চালায় দুষ্কৃতীরা৷ তবে গুরুদ্বারের মর্যাদারক্ষার স্বার্থে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষের পথ এড়িয়ে যান তিনি৷ ঘটনার কড়া নিন্দা করেছে শিরোমণি গুরুদ্বার কমিটি৷ সংগঠনের সভাপতি গোবিন্দ সিং লোঙ্গওয়াল জানান, মার্কিন মুলুকে বসবাসকারী শিখদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে যা নিন্দনীয়৷
কাপুরুষোচীত ঘটনা বলে হামলাকে ব্যাখ্যা করেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের মন্ত্রী হরশিমরাৎ কউর বাদল৷ অভিযোগ করেন, দুষ্কৃতীরা আসলে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সদস্য৷ একইভাবে ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে তাঁর স্বামী তথা অকালি দলের অন্যতম শীর্ষ নেতা সুখবীর সিং বাদল৷ গত কয়েকদিন ধরে একের পর এক হামলার ঘটনা ঘটেছে বিদেশে বসবাসকারী শিখদের উপর৷ কয়েকদিন আগেই নিউইয়র্কে এক শিখ নেতার উপরে হামলা করে কয়েকজন খালিস্তানপন্থি৷ যে ঘটনার কড়া নিন্দা করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ প্রবাসী শিখদের সাহায্য করতে সদা প্রস্তুত কেন্দ্রীয় সরকার৷ জানান বিদেশমন্ত্রী৷
[প্রধানমন্ত্রী হয়েও বিমানে প্রথম শ্রেণিতে যাত্রা করতে পারবেন না ইমরান!]
#WATCH: Akali Dal leader & Delhi Sikh Gurdwara Management Committee member Manjeet Singh GK attacked, face blackened outside a Gurdwara in California. 3 people have been arrested in connection with the attack. #USA (25.08.18) pic.twitter.com/HdhnlJn8zP
— ANI (@ANI) August 26, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.