Advertisement
Advertisement
Ajit Doval

ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবের জেদ্দায় মহাবৈঠক, যোগ দিলেন ডোভাল

৩০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে।

Ajit Doval visits Jeddah to attend Saudi Arabia-hosted Ukraine peace talks। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 5, 2023 6:12 pm
  • Updated:August 5, 2023 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে প্রায় দেড় বছর হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine)। কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি লড়াইয়ের। এই পরিস্থিতিতে মধ্যস্থতা করতে উদ্যোগী হয়েছে সৌদি আরব। জেদ্দায় আন্তর্জাতিক স্তরে হতে চলা আলোচনায় যোগ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)।

শনিবার তাঁকে স্বাগত জানাতে জেদ্দা বিমান বন্দরে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল খান ও কাউন্সিল জেনারেল মহম্মদ শাহিদ আলম। উল্লেখ্য, ৫ ও ৬ আগস্ট সৌদি আরবের জেদ্দায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রফাসূত্র খুঁজতে আন্তর্জাতিক স্তরে আলোচনার ডাক দেওয়া হয়েছে। এই আলোচনায় ভারতের মতোই আমেরিকা, ব্রাজিল, মিশর, মেক্সিকো, চিলি-সহ ৩০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দিল্লি হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে বিদ্ধ কপিল মিশ্রকে বড় পদ দিল বিজেপি, তুঙ্গে বিতর্ক]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহে দুই দেশের প্রধানের সঙ্গেই কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশকেই শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছেন তিনি। তবে রাশিয়ার সঙ্গে মিত্রতার কারণে ভারত কখনই রাষ্ট্রসংঘে কিংবা কোনও আন্তর্জাতিক স্তরে রাশিয়ার বিপক্ষে কথা বলেনি।

[আরও পড়ুন: কারও সর্বনাশ… রাস্তায় সর্ষের তেলের ট্যাঙ্কার উলটে যেতেই লুট জনতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement