Advertisement
Advertisement

Breaking News

বিরল রোগে আক্রান্ত ৩ বাংলাদেশির চিকিৎসায় পাশে দাঁড়াল এয়ার ইন্ডিয়া

ভারতীয় বিমানসংস্থার সৌজন্যে অভিভূত আবদুস, রহিনুল, সোহরাবরা৷

Air India turns saviour, transports 3 Bangladeshi patients free of cost
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 3, 2017 10:32 am
  • Updated:September 16, 2020 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুশেইন মাসক্যুলার ডিস্ট্রোফি৷ যে রোগের নামই অধিকাংশ মানুষের অজানা, সেই রোগেই আক্রান্ত বাংলাদেশের আবদুস(২৪), রহিনুল(১৪) ও সোহরাব(৮)৷ বিরল এই স্নায়ুরোগে ৩০ বছরের বেশি বাঁচেন না কেউই৷ তাই ছেলে ও নাতিদের ইচ্ছামৃত্যু চেয়েছিলেন বাংলাদেশের ফল বিক্রেতা তোফাজ্জল হোসেন৷ সেই খবর কানে গিয়েছিল মুম্বইবাসী স্নায়ুরোগ বিশেষজ্ঞ অলোক শর্মার৷ আবদুসদের বিনা পয়সায় চিকিৎসা করাবেন বলে আশ্বাস দেন তিনি৷

[জানেন, দেশের প্রধান সড়কগুলিতে মদ বিক্রি নিষিদ্ধ হওয়ার জন্য দায়ী কে?]

Advertisement

উত্তম প্রস্তাব! কিন্তু বাধা ছিল এক জায়গায়৷ সামান্য ফল বিক্রেতা তোফাজ্জলের পক্ষে ছেলে ও নাতিদের দুর্বল দেহ মুম্বই পর্যন্ত নিয়ে যাওয়া ছিল বেশ খরচ সাপেক্ষ৷ কোনওমতে বাসে করে কলকাতায় আসা গেলেও মুম্বই যাওয়ার খরচ জোগাতে পারছিল না দরিদ্র পরিবারটি৷ আর সড়ক কিংবা রেলপথে আবদুসদের মুম্বই নিয়ে যাওয়াও সম্ভব নয়৷

[উত্তর কোরিয়াকে শিক্ষা দিতে আমেরিকা একাই একশো: ট্রাম্প]

তাই ডা. অলোক শর্মার অনুরোধেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এয়ার ইন্ডিয়া৷ সম্পূর্ণ বিনামূল্যে অসুস্থ তিন বাংলাদেশিকে পৌঁছে দেওয়া হয় মুম্বই৷ শুধু তাই নয় রোগীদের দুই সহকারীর টিকিটের মূল্যও নেওয়া হয়নি৷ ভারতীয় বিমান সংস্থার এই সৌজন্যকে সাধুবাদ দিয়েছেন ড. অলোক শর্মা৷ তোফাজ্জলরাও অভিভূত এই সুযোগ পেউএ৷ জানা গিয়েছে, তাঁদের ফিরে যাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করে দেবে এয়ার ইন্ডিয়া৷

[৫৮ বছর পর ভারতীয় দেহরক্ষীর সঙ্গে দেখা করে আপ্লুত দলাই লামা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement