Advertisement
Advertisement

Breaking News

OMG! শিকাগোর হোটেলে ভূতের খপ্পরে পড়লেন ভারতীয় বিমানসেবিকারা!

সাহস করে কেউই একা ঘরে থাকতে পারেননি।

Air India cabin crew spooked by 'ghosts' in Chicago hotel room
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2017 10:15 am
  • Updated:August 1, 2017 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলাসবহুল হোটেলে মানেই অনেকখানি শান্তি। শ্রান্তি ঝেড়ে ফেলে তরতাজা হওয়ার জায়গা। কিন্তু সেখানেই যদি পড়তে হয় গা ছমছমে পরিস্থিতির মধ্যে? হঠাৎ যদি মাথার পাশ দিয়ে বয়ে যাওয়া শিরশিরে হাওয়া শিউরে দিয়ে যায়! কিংবা দরজা-জানলা গুলো ক্যাঁচকোঁচ আওয়াজ করতে শুরু করে বা অদ্ভুত গন্ধে চারিদিক ছেয়ে যায়! তবে বিলাসবহুল হোটেলও দুঃস্বপ্নের স্থান হয়ে ওঠে। সম্প্রতি শিকাগোর এক হোটেলে এমনই অভিজ্ঞতা হল এয়ার ইন্ডিয়ার কয়েকজন বিমানকর্মীর।

চলতি আগস্টেই আছে টানা ছুটির সুযোগ, জানেন কীভাবে? ]

Advertisement

শিকাগোর একটি বিশেষ হোটেলই এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। সেইমতো সেখানে গিয়েই ওঠেন তাঁরা। কিন্তু নির্ধারিত ঘরে পা রাখা মাত্র নানারকম অস্বাভাবিক অভিজ্ঞতা হতে থাকে তাঁদের। সকলেই ভয় পেয়ে যান। আধিভৌতিক ঘটনার শিকার হন কমবেশি সকলেই। শেষমেশ ভাগভাগি করে একটা ঘরে অনেকজন মিলে রাত কাটান। সাহস করে কেউই একা ঘরে থাকতে পারেননি।

‘ভারতের অধিকাংশ মুসলমান আগে হিন্দুই ছিলেন’ ]

পুরো ঘটনায় বিরক্ত বিমানসেবিকারা কর্তৃপক্ষর কাছে অভিযোগও দায়ের করেছেন। তাঁরা জানান, অনলাইনে এই হোটেলে ভৌতিক কার্যকলাপ সম্পর্কে অনেকেই অভিযোগ করেছিলেন। তারপরও এই হোটেলই কেন তাঁদের জন্য বরাদ্দ করা হল, সে প্রশ্নও তুলেছেন তাঁরা। দীর্ঘ যাত্রার পর কেউ শান্তি করে ঘুমোতেও পারেননি। এরপর শিকাগো ফ্লাইটে যেন তাঁদের এই হোটেল না দেওয়া হয়, সে আবেদনও করেন তাঁরা। আতঙ্কে খারাপ কোনও ঘটনাও ঘটে যেতে পারত যে কোনও বিমানসেবিকার সঙ্গে। তার আগেই যেন ব্যবস্থা নেওয়া সে আবেদনই করেছেন বিমানসেবিকারা। এদিকে পুরো বিষয় নিয়ে এয়ার ইন্ডায়ার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়েছে। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement