সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার (Mumbai Attack) মূল চক্রী হাফিজ সইদের সহযোগী মুফতি কায়সর ফারুক খুন পাকিস্তানের (Pakistan) করাচি শহরে। শনিবার লস্কর জঙ্গির উপর গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। কায়সর ফারুকের পিঠে গুলি লাগে। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। গোয়েন্দাদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল মুফতি। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে করাচি পুলিশ।
কায়সার ফারুক জঙ্গি সংগঠন লস্করের অন্যতম প্রতিষ্ঠাতা। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগী বলেই পরিচিত। পাকিস্তানের সংবাদপত্র ডনের দাবি, শনিবার করাচির সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় স্থানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৩০ বছরের লস্কর জঙ্গির উপরে হামলা চালায়। জানা গিয়েছে, ওই হামলায় পিঠে গুলি লাগে জঙ্গি নেতার। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
অসমর্থিত সূত্রের দাবি, একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে লস্কর জঙ্গির উপর হামলার ঘটনা দেখা গিয়েছে। দাবি করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে দশ বছরের এক বালকেরও মৃত্যু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.