Advertisement
Advertisement

Breaking News

Sri Lanka

মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত শ্রীলঙ্কা, রাষ্ট্রসংঘে ভোটাভুটির আগে ভারতের ‘সাহায্যপ্রার্থী’ কলম্বো

গৃহযুদ্ধে তামিল টাইগারদের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গের অভিযোগ রয়েছে কলম্বোর বিরুদ্ধে।

Ahead of UNHRC vote, Sri Lanka seeks India's support | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 15, 2021 9:29 am
  • Updated:March 15, 2021 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের সঙ্গে দহরম মহরম থাকলেও ফের ভারতের দ্বারে ‘সাহায্যপ্রার্থী’ শ্রীলঙ্কা। গৃহযুদ্ধে তামিল টাইগারদের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গের অভিযোগ বরাবরই রয়েছে দ্বীপরাষ্ট্রটির বিরুদ্ধে। চলতি মাসেই সেই বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে (UNHRC) শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি প্রস্তাবে ভোটাভুটি হবে। আর এজন্যই ভারতের মদত চাইছে কলম্বো। বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির মন পেতে গুরুত্বপূর্ণ ভোটের আগে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

[আরও পড়ুন: ভারতের সঙ্গে বন্দর চুক্তি বাতিল করলেও নয়াদিল্লির মন রাখতে ‘উপহার’ শ্রীলঙ্কার]

ভারতের বিদেশমন্ত্রক সূত্রে খবর, মোদি-গোতাবায়া আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার কথা উঠে আসে। তবে কুটনীতিবিদদের একাংশের মতে, গতানুগতিক আলোচনার নেপথ্যে ভোটাভুটির সময় প্রস্তাব নাকচ করতে ভারতের ‘সাহায্য প্রার্থনা’ করেছে শ্রীলঙ্কা। বর্তমানে মানবাধিকার পরিষদের ৪৬তম অধিবেশন চলছে। আগামী ২২ ও ২৩ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোটাভুটি হবে। উল্লেখ্য, ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা ভয়াবহ গৃহযুদ্ধে শ্রীলঙ্কায় নিহত হন ৮০ হাজারেরও বেশি এলটিটিই (Liberation Tigers of Tamil Eelam) জঙ্গি। তার মধ্যে বেশিরভাগই শ্রীলঙ্কান তামিল। গৃহযুদ্ধের সময় ওই তামিলদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে কলম্বোর বিরুদ্ধে। এ নিয়ে ইউএনএইচআরসি-র অধিবেশনে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক প্রস্তাব পেশ করা হয়েছে। এছাড়া, দ্বীপরাষ্ট্রটিকে কেন্দ্র করে নানা বিষয়ও উত্থাপন হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

বিশ্লেষকদের মতে, এলটিটিই’র বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে শ্রীলঙ্কার ফৌজ যে নৃশংসতার পরিচয় দিয়েছিল তা মানবতাকে লজ্জিত করেছে। বিদ্রোহ দমনের নামে নির্বিচারে হত্যালীলা চালায় দেশটির সরকারি বাহিনী। তাদের হাত থেকে রক্ষা পায়নি মহিলা, শিশু, বৃদ্ধ কেউই। গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছিলও এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের নাবালক ছেলে বালাচন্দ্রনকে। সেই ছবি আজও সেই বিভৎস  দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এহেন মানবাধিকার ভঙ্গের কাজের অভিযোগে গত ১২ মার্চ ব্রিটেন, কানাডা, জার্মানি, মন্টেনেগ্রো-সহ UNHRC-র একাধিক সদস্য দেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে খসড়া প্রস্তাব পেশ করে। এর পর চূড়ান্ত খসড়া বেশ কয়েকটি বিষয়ও যুক্ত করা হয়। মানবাধিকার ছাড়াও ওই খসড়ায় শ্রীলঙ্কার সমস্ত প্রাদেশিক পরিষদের নির্বাচনের কথাও বলা হয়েছে। এ বিষয়ে সংবিধান ১৩তম সংশোধনী মেনে শ্রীলঙ্কার প্রতিশ্রুতি মতো ক্ষমতার বিকেন্দ্রীকরণের উল্লেখ করা হয়।

[আরও পড়ুন: পাপোশ হয়ে আমাজনে বিকোচ্ছে শ্রীলঙ্কার জাতীয় পতাকা! চিনা সংস্থার কীর্তিতে ক্ষুব্ধ কলম্বো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement