Advertisement
Advertisement
Australia

এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুর, দেওয়ালে ভারত-বিরোধী স্লোগান

অভিযুক্ত স্থানীয় খালিস্তানপন্থীরা।

Again Hindu Temple Vandalised In Australia Second In A Week | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 18, 2023 1:29 pm
  • Updated:January 18, 2023 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার। ফের অস্ট্রেলিয়ায় (Australia) হিন্দু মন্দিরে (Hindu Temple) ভাঙচুর। এইসঙ্গে ভারতবিরোধী স্লোগান লেখা হয়েছে মন্দিরের দেওয়ালে। গতবারের মতোই এবারও অভিযুক্ত স্থানীয় খলিস্তানপন্থীরা। গত ১০ জানুয়ারি মঙ্গলবার মেলবোর্ন শহরের একটি হিন্দু মন্দিরে হামলা হয়েছিল। এবারের ঘটনাটি ভিক্টোরিয়া প্রদেশের। গত সোমবার ঘটলেও তা অস্ট্রেলিয়ার একটি ডিজিটাল সংবাদমাধ্যম মারফত প্রকাশ্যে আসে বুধবার। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার ভিক্টোরিয়া প্রদেশের প্রাচীন শ্রী শিব বিষ্ণু মন্দিরে হামলা হয়। স্থানীয় তামিল হিন্দুরা সম্প্রতি থাই পোঙ্গল উৎসবের অংশ হিসেবে দেবতার দর্শনে মন্দিরে এসেছিলেন, তখনই নজরে পড়ে মন্দিরে ভাঙচুর হয়েছে। এছাড়াও মন্দিরের দেওয়ালে লেখা হয়েছে ভারত বিরোধী স্লোগান। খালিস্তানিদের এভাবে মন্দিরে ভাঙুচর চালানো স্বভাবতই পছন্দ হয়নি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের। তাঁদের বক্তব্য, মন্দির রাজনীতি করার জায়গা না। অভিযোগ করেন, ভয়ডরহীন ভাবে দুষ্কৃতীরা এই কাজ করেছে। ভিক্টোরিয়া প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: কয়লা খনি বাড়াতে নিশ্চিহ্ন করা হচ্ছে গ্রাম, প্রতিবাদ করতেই জার্মানিতে আটক গ্রেটা থুনবার্গ]

ভিক্টোরিয়ার হিন্দু কাউন্সিলের সভাপতি মকরন্দ ভাগওয়াত বলেন, “কতট মন খারাপ বোঝাতে পারব না, খালিস্তানি প্রচার চালাতে এই নিয়ে দ্বিতীয়বার হিন্দু মন্দিরে ভাঙচুর চালনা হল। বৃহত্তর হিন্দু সম্প্রদায় এই অন্যায় সহ্য করবে না। ঘটনায় মুখ খুলেছেন লিবারাল পার্টির সাংসদ ব্র্যাড ব্যাটিন। তিনি বলেন, “কোনও ভাবেই আমাদের ভবিষ্যত ঘৃণার উপর নির্মিত হতে পারে না, সভ্যতার দীর্ঘ প্রচেষ্টায় সৌভ্রাতৃত্ব গড়ে উঠেছে। ভিক্টোরিয়ায় বা অস্ট্রেলিয়াতে এই ধরনের কাজের জায়গা নেই।” দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন তিনি।

[আরও পড়ুন: চুরির ‘শাস্তি’ দিতে ভরা স্টেডিয়ামে ৪ অপরাধীর হাত কাটল তালিবান! মারা হল বেত]

এর আগের ঘটনাটি ঘটে মেলবোর্নে। সেখানে মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে (Swaminarayan Temple) মঙ্গলবার হামলা চালায় খলিস্তানিরা। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদি হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে, হামলার নেপথ্যে রয়েছে খলিস্তানি জঙ্গি ভিন্দ্রাওয়ালার অনুগামীরা। পৃথক খলিস্তান রাজ্যের অন্যতম প্রধান দাবিদার ছিলেন ভিন্দ্রাওয়ালা। অন্তত ২০ হাজার হিন্দু ও শিখকে হত্যা করার অভিযোগ ছিল এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে। অপারেশন ব্লু স্টারে এই জঙ্গিকে নিকেশ করা হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement