ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই কলোরাডো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে লড়ার অযোগ্য। এবার আরও একটি প্রদেশে ধাক্কা খেলেন রিপাবলিকান নেতা। আমেরিকার মেইন প্রদেশের তরফেও জানানো হয়েছে, প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবেন না ট্রাম্প।
বৃহস্পতিবার মেইন সেক্রেটারি অফ স্টেট শেনা বেলোস তাঁর রায়ে জানিয়েছেন, “২০২১ সালের ৬ জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তা ট্রাম্পের প্ররোচনায় ও সমর্থনে ঘটেছিল। আমেরিকার সংবিধান এই ধরনের ঘটনা বরদাস্ত করে না। মেইনের আইনও মেনে নেবে না।” বলে রাখা ভালো, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদে হামলা চালিয়েছিল ট্রাম্পের (Donald Trump) সমর্থকরা। ‘MAGA’ তথা মেক আমেরিকা গ্রেট আন্দোলনের সমর্থক বলেও পরিচিত তারা। এরই ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে একের পর এক ধাক্কা খাচ্ছেন এই রিপাবলিকান নেতা।
উল্লেখ্য, চলতি মাসে ১৯ ডিসেম্বর মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্ট একই কারণে জানিয়েছিল, ট্রাম্প নির্বাচনে লড়ার অযোগ্য। রায়ে বলা হয়েছিল, ২০২১ সালে ক্যাপিটলে তাঁর সমর্থকরা যে হামলা করেছিল, তাতে ট্রাম্পের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। মার্কিন সংবিধানে অনুযায়ী , যাঁরা বিদ্রোহের সঙ্গে জড়িত, তাঁদের কোনও পদে রাখা যাবে না। ট্রাম্পকে নির্বাচনে লড়ার অযোগ্য হিসাবে ঘোষণার ক্ষেত্রে রায়ের পক্ষে ভোট ছিল ৪-৩।
প্রসঙ্গত, আগামী বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মসনদে ফিরবেন নাকি রিপাবলিকান নেতাদের কেউ মার্কিন মসনদে বসবেন তা নিয়ে হাজারও জল্পনা। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের এক সমীক্ষা দাবি করেছিল, বাইডেনকে হারিয়ে ফের প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বীর থেকে ৪ শতাংশ এগিয়ে রয়েছেন তিনি। রিপাবলিকান নেতাদেরও পিছনে ফেলে শীর্ষে রয়েছেন বিতর্কিত রাজনীতিক। কিন্তু সেই সব জল্পনার ইতি ঘটায় মার্কিন সুপ্রিম কোর্টের রায়। এবার কলোরাডোর পথেই হাঁটল মেইন প্রদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.