সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হয়ে আত্মঘাতী ভারতীয় বংশোদ্ভূত ছাত্র৷ মৃত ভারতীয় বংশোদ্ভূত ব্র্যান্ডন সিং রায়াত নামে ওই কিশোর ইংল্যান্ডের ইস্ট মিডল্যান্ড প্রদেশের একটি স্কুলের ছাত্র৷ ঘটনাটি গত অগস্ট মাসের হলেও বিষয়টি নিয়ে গত সোমবার ন্যাশনাল অ্যান্টি বুলিং সপ্তাহে মুখ খুলেছেন ব্র্যান্ডনের মা মিনা রায়াত৷
তিনি জানান, ব্র্যান্ডনকে চিকিৎসকরা বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি৷ ব্র্যান্ডনের আতঙ্ক ফোবিয়ায় পরিনত হয়েছিল বলে জানিয়েছেন মিনা রায়ত৷ স্কুলে হেনস্তার হওয়ার পর ব্র্যান্ডন আর বাড়ি থেকেই বেরোয়নি বলে জানান ৪৪ বছরের মিনাদেবী৷ ৯ অগস্ট ছেলের মত্যুর সেই স্মৃতি আজও দুঃস্বপ্নের মতোই পিছু করে বেড়াচ্ছে তাঁকে৷ ঘরে ঢুকে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন তিনি৷ তার আগেও সে বহুবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন মিনাদেবী৷ প্রত্যেকবার কোনওরকমে বেঁচে গেলেও এবার শেষরক্ষা হয়নি৷ ব্র্যান্ডনের পরিবারের অভিযোগ শুধু স্কুলেই নয়, ইন্টারনেটেও বহু বার স্কুলের সহপাঠীদের নানান কটূক্তি সহ্য করতে হয়েছে ব্র্যান্ডনকে৷ ১৫ বছরের ব্র্যান্ডনের মৃত্যু মিনাদেবীর সাজানো সংসার তছনছ করে দিয়েছে৷ এধরনের ঘটনার সঙ্গে যাতে আর অন্য কোনও অভিভাবককে সম্মুখীন হতে না হয় সেই প্রার্থনাই করেছেন ব্র্যান্ডনের মা-বাবা৷ ব্র্যান্ডনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্কুলের প্রিন্সিপ্যাল জেমস ম্যাকেনা৷ ব্র্যান্ডনের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি৷ আর কোনও পড়ুয়ার সঙ্গে যাতে এধরনের ঘটনা না ঘটে সেটি দেখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.