Advertisement
Advertisement

Breaking News

তালিবানি নাশকতা থেকে বাঁচতে অনলাইন ব্যবসায় মন দিচ্ছেন আফগানরা

সাধারণ নির্বাচনের আগে প্রাণ বাঁচাতে নয়া পন্থা৷

Afghanistan shoppers go online to avoid terror attacks
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2018 7:27 pm
  • Updated:June 9, 2018 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিদায়েঁ জঙ্গি হানা, যৌন নির্যাতন ও অপ্রীতিকর পরিস্থিতি থেকে বাঁচতে রাস্তা থেকে দোকান গুটিয়ে অনলাইন ব্যবসায় মনোনিবেশ করছেন আফগান ব্যবসায়ীরা৷ সম্প্রতি এমনই তথ্য প্রকাশ্যে এসেছে৷ দেখা যাচ্ছে, অক্টোবরে হতে চলা দেশের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই আতঙ্কিত হয়ে রয়েছেন আফগান নাগরিকরা৷ তাঁদের ভয়, নির্বাচনকে ঘিরে বেড়ে যাবে আত্মঘাতী বিস্ফোরণ, মহিলাদের উপরে যৌন অত্যাচার ও লুটপাট৷ ফলে রাস্তা থেকে দোকান গুটিয়ে নিয়ে অনলাইনে ব্যবসা করাকেই শ্রেয় বলে মনে করছেন তাঁরা৷

[ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে কিমকে নিরাপত্তা দেবে চিনা সেনার অত্যাধুনিক যুদ্ধবিমান]

Advertisement

জানা গিয়েছে, ইতিমধ্যে এই দলে নাম লিখিয়েছেন বহু ব্যবসায়ী৷ নিত্য প্রয়োজনিয় পণ্য বিক্রেতা থেকে শুরু করে ফার্নিচার বিক্রেতা সকলেই অনলাইন মাধ্যমে ব্যবসা শুরু করেছেন এবং এখনও যাঁরা করেননি তাঁদেরকেও করতে বলছেন৷ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে AzadBazar.af, afom.af, JVBazar.com ও zarinas.com-এর মতো সাইটগুলিতে দাপিয়ে বিক্রিপাট্টা চালাচ্ছেন আফগান ব্যবসায়ীরা৷ বিক্রিত পণ্যের তালিকা থেকে বাদ পরেনি কিছুই৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে, চেয়ার-টেবিল, ঘড়ি, গাড়ি সবকিছুই বিক্রি হচ্ছে অনলাইনে৷ দেশে যখন যুদ্ধ পরিস্থিতি চলছে তখন এই অনলাইন কেনাকাটাকে বেশ পছন্দ করেছেন আফগান নাগরিকরা৷ তালিবানদের সঙ্গে মার্কিন সেনা ও ন্যাটো বাহিনীর সংঘর্ষে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে আফগানিস্তানের পরিস্থিতি৷ সাধারণ নাগরিকদের উপরে বিভিন্ন সময়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে থাকে তালিবানরা৷ গত দু’বছরে আফগানিস্তানে প্রাণ গিয়েছে কয়েক হাজার মানুষের৷

[পাকিস্তানের ভোটে লড়ছেন শাহরুখের বোন, দাঁড়ালেন নির্দল প্রার্থী হিসেবে]

অক্টোবরেই আফগানিস্তানে হবে সাধারণ নির্বাচন৷ ফলে তার আগে তালিবানি অত্যাচারের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন নাগরিকরা৷ তাই আগে থেকেই নিজেদের ব্যবসাগুটিয়ে নিয়ে অনলাইনে তা চালাতে চাইছেন তাঁরা৷ ব্যবসায়ীরা জানাচ্ছেন, কার্যত প্রাণ হাতে করে নিয়ে ক্রেতার বাড়িতে পণ্য সামগ্রি দিয়ে আসেন তাঁরা৷ এক্ষেত্রে ব্যবহার করা হয় বাইক বা অন্য কোনও যান৷ বিষয়টি এখন বৃদ্ধি পেলেও আজ থেকে দু’বছর আগে আফগানিস্তানে অনলাইন ব্যবসা শুরু হয়েছিল বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement