সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী থাকল যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান। এবার একটি প্রসুতি হাসপাতালে হামলা চালিয়ে নিষ্পাপ শিশু-সহ ২৪ জনকে হত্যা করল জঙ্গিরা। মঙ্গলবার এই হামলার কিছুক্ষণের মধ্যেই নানগরহার প্রদেশে একটি শবযাত্রায় আত্মঘাতী হামলা চালিয়ে ৩২ জনকে হত্যা করে জঙ্গিরা।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাজধানী কাবুলের বারচি হাসপাতালে মারাত্মক এই হামলায় দুই শিশু, ১২ জন প্রসূতি ও নার্স-সহ মোট ২৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি শিশু-সহ আরও ১৫ জন গুরুতর আহত। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দাস্ত-ই-বারচি হাসপাতালটিতে তিনি বন্দুকধারী পুলিশের পোশাক পরে প্রবেশ করেছিল। প্রবেশের পর তারা গ্রেনেড ছুঁড়ে মারে ও গুলিবর্ষণ শুরু করে। এই হামলার নেপথ্যে থাকা তিন বন্দুকধারীকেও গুলি করে খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। সরকার পরিচালিত এই প্রসূতি হাসপাতালে থাকা বাকিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রক। এদিকে, ওই একই দিনে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংলগ্ন নানগরহার পরিদেশে এক পুলিশ আধিকারিকের শবযাত্রায় আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এহেন বর্বরোচিত হামলায রীতিমতো ফুঁসছে আফগানিস্তান। এর ফলে তালিবানের সঙ্গে শান্তি সমঝোতা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Born to see this? Time to rethink! pic.twitter.com/RK2ZYg1PvL
— Lotfullah Najafizada (@LNajafizada) May 12, 2020
এদিকে, নানগরহার প্রদেশে হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। তবে কাবুলের হাসপাতাল হামলার নেপথ্যে কে বা করা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। বলে রাখা ভাল, নানগরহার প্রদেশে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তালিবান ও আন্তর্জাতিক বাহিনী উভয়েই। তবে বেকায়দায় পড়লেও এখনও হামলা চলতে সক্ষম জঙ্গিগোষ্ঠীটি। নানগরহার হামলা ফের সেই কথা প্রমাণ করল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.