Advertisement
Advertisement
Taliban

তালিবানি রক্তচক্ষুকে চ্যালেঞ্জ! বাড়িতেই লুকিয়ে ল্যাব বানিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেলেন আফগান তরুণী

আইআইটি মাদ্রাজ থেকে ডিগ্রি পেলেন ওই তরুণী।

Afghan woman earns IIT degree against Taliban’s ban। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 31, 2023 1:52 pm
  • Updated:May 31, 2023 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের আগস্টে তালিবানের (Taliban) দখলে চলে গিয়েছিল আফগানিস্তান (Afghanistan)। আর সেই সময় থেকেই নতুন করে অন্ধকারে ‘কাবুলিওয়ালার দেশ’। সবচেয়ে করুণ অবস্থা সেদেশের মেয়েদের। তালিবান যুগে তাঁদের পড়াশোনা থেকে শুরু করে সব রকম স্বাধীনতাই কেড়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেও সোনালি আলোর রেখা ছড়ালেন এক আফগান তরুণী। তালিবানি রক্তচক্ষু এড়িয়ে তিনি আইআইটি মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করলেন বেহিস্তা খৈরুদ্দিন। বুঝিয়ে দিলেন, মনের জোর থাকলে যে কোনও প্রতিকূলতাকেই পরাস্ত করা যায়।

অথচ কাজটা ছিল খুবই কঠিন। বেহিস্তা আইআইটি মাদ্রাজে ভরতি হতে চেয়েও পারেননি প্রথমে। ইন্টারভিউয়ে ছিটকে যান। পরে এক ওই প্রতিষ্ঠানের এক অধ্যাপকের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। এরপর বৃত্তিও পেয়ে যান তিনি। কোর্স শুরুর একমাস পরে তাতে যোগ দেন। প্রথমে কাজটা কঠিন ছিল। কিন্তু পরে ধীরে ধীরে বাড়ি থেকেই পড়াশোনা শুরু করেন আফগান তরুণী। বাড়িতেই লুকিয়ে তৈরি করে নিয়েছিলেন ল্যাবরেটরি। এদিকে ইন্টারনেট সংযোগ ছিল খুবই দুর্বল। তবুও শেষ পর্যন্ত তাতেই মিলল সাফল্য।

Advertisement

[আরও পড়ুন: মোদিকে হত্যার চক্রান্ত PFI’র! বেঙ্গালুরুতে তল্লাশি শুরু করল NIA]

আর এই সাফল্যের পর তালিবানকে খোঁচা দিতে ছাড়ছেন না বেহেস্তা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানাচ্ছেন, ”আমার কোনও আক্ষেপ নেই। যদি আমাকে বাধা দেওয়া হয়, আমি কোনও না কোনও পথ ঠিক বের করব। আমি তালিবানের জন্য দুঃখিত। কিন্তু তোমাদের কাছে ক্ষমতা, তোমরা সবই পারো। কিন্তু তোমরা সেটা ব্যবহার করতে পারোনি। তাই দুঃখিত তোমাদেরই হওয়া উচিত। আমার নয়।”

[আরও পড়ুন: কুস্তিগিরদের ইস্যুতে প্রশ্ন করতেই দৌড় কেন্দ্রীয় মন্ত্রীর! ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ কংগ্রেসের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement