Advertisement
Advertisement

Breaking News

Afghan Pop Star

Taliban আগ্রাসনের জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতকেই ‘প্রকৃত বন্ধু’ বললেন আফগান পপ তারকা

আর কী বললেন পপ তারকা?

Afghan Pop Star Aryana Sayeed blames pakistan for Taliban takeover, calls India as true friend | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 24, 2021 1:55 pm
  • Updated:August 24, 2021 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙেছিলেন অচলায়তন। নিয়মের আগল খুলে আফগানিস্তানের (Afghanistan) প্রথম মহিলা পপ তারকা হিসেবে প্রকাশ্য স্টেডিয়ামে গান গেয়েছিলেন আরিয়ানা সইদ (Aryana Sayeed)। দেশ তালিবানের দখলে যেতেই আফগানিস্তান ছেড়েছেন তিনি। এবার আফগানভূমের এহেন পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায়ী করলেন সেই পপ তারকা। তাঁর কথায়, তালিবানকে পরিচালনা করে পাকিস্তান। ইসলামাবাদের অঙ্গুলিহেলনে পরিচালিত হয় এই জঙ্গিগোষ্ঠী। পাশাপাশি, ভারতকে আফগানিস্তানের ‘প্রকৃত বন্ধু’ বলে দাবি করেছেন আরিয়ানা।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আফগানিস্তানের মহিলা পপ স্টার (Afghan Pop Star) আরিয়ানা সইদ জানান, “আমি এজন্য পাকিস্তানকে দায়ী করব। তালিবানকে শক্তিশালী করার পিছনে পাকিস্তানের হাত রয়েছে। বছরের পর বছর ধরে আমরা এর প্রমাণ রেয়েছি। আমাদের দেশের সরকার যখনই কোনও তালিবান জেহাদিকে আটক করেছে, দেখা গিয়েছে সে পাকিস্তানের (Pakistan) নাগরিক। খুব স্বাভাবিকভাবেই আমি পাকিস্তানকে দায়ী করব।” এরপরই তিনি আফগানিস্তানের পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন।

Advertisement
Taliban
আফগানিস্তানে সাম্রাজ্য কায়েম তালিবানের

[আরও পড়ুন: Salman Khan’কে বিমানবন্দরের গেটে আটকানোর পরই বিপাকে CISF জওয়ান, বাজেয়াপ্ত মোবাইল]

এ প্রসঙ্গে পপ তারকা বলেন, “পাকিস্তান তালিবান জেহাদিদের প্রশিক্ষণ দেয়। পাকিস্তানেই রয়েছে তাদের ঘাঁটি। তাই আন্তর্জাতিক সংগঠনগুলির কাছে আবেদন জানাব, যাতে তারা পাকিস্তানকে আর্থিক সাহায্য না করে। নাহলে সেই অর্থ দিয়ে পাকিস্তান তালিবানদের সাহায্য করবে।” এ বিষয়ে বলতে দিয়ে ভারতেরও ভূয়সী প্রশংসা করেছেন আরিয়ানা। ঠিক কী বলেছেন তিনি?

 

[আরও পড়ুন: Afghanistan Crisis: কাবুল বিমানবন্দরে অপহৃত ইউক্রেনের উদ্ধারকারী বিমান, নেপথ্যে কারা?]

আরিয়ানার কথায়, “ভারত সবসময় আমাদের প্রকৃত বন্ধু। ওঁরা সবসময় আমাদের সাহায্য করেছে। সর্বদা আফগান নাগরিক এমনকী শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। আমরা ভারতের কাছে সবসময় কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “আফগানিস্তানের তরফে আমি ভারতকে ধন্যবাদ জানাব। এটা আমরা বুঝতে পেরেছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে একমাত্র বন্ধু ভারত-ই (India)।” স্বাভাবিকভাবে আফগানিস্তানের পপ তারকার এ হেন মন্তব্যে আন্তর্জাতিকস্তরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement