Advertisement
Advertisement

Breaking News

আফগান শিশু

কৃত্রিম পায়ে নিখুঁত ছন্দ, নেটদুনিয়ায় ঝড় তুলছে যুদ্ধবিধ্বস্ত আফগান শিশু

মাত্র ৫ বছর বয়সী আহমেদের নাচে মজেছেন নেটিজেনরা৷

Afghan child Ahmed becomes new sensation of Internet
Published by: Sucheta Sengupta
  • Posted:May 9, 2019 5:42 pm
  • Updated:May 10, 2019 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মম চিত্তে নিতি নৃত্যে…’, গানটি শুনলেই একেবারে প্রাণের আনন্দে নেচে উঠতে ইচ্ছে করে৷ তেমনই বাঁধভাঙা আনন্দে আজ নাচছে আহমেদ৷ নেচেই চলেছে৷ তালে তাল মিলিয়ে পড়ছে পা৷ এতটুকু ভুল নেই কোথাও৷ এতটুকুও তাল কাটেনি৷

এই মুহূর্তে এমন নাচ নেচে যিনি নেটদুনিয়ার সমস্ত আকর্ষণ কাড়ছেন, তিনি আহমেদ৷ বছর পাঁচেকের আফগান শিশু৷ ভিডিও দেখে শুধু আনন্দ পাচ্ছেন তো? একটু মন দিয়ে দেখুন৷ বুঝতে পারবেন, যে পায়ের ছন্দ আহমেদ সবাইকে মাতিয়ে দিচ্ছে, সেই পা কিন্তু স্বাভাবিক নয়৷ একটি পা কৃত্রিম৷ সবে বসানো হয়েছে শরীরে৷ কিছুদিন তাঁকে পর্যবেক্ষণের পর তবেই চিকিৎসকরা স্বাভাবিক জীবনে ফিরতে বলেছেন৷ কিন্তু ছোট্ট ছেলের সেসব নিয়ে কোনও মাথাব্যথাই নেই৷ দুই পা পেয়ে নাচার আনন্দে মেতেছে সে৷ হাসপাতালের মাটিতে ঘুরে ঘুরে নেচেই চলেছে৷ আর তার নাচ দেখে আনন্দ পেয়েছেন অন্য রোগীরাও৷

Advertisement

[ আরও পড়ুন: প্লেট থেকে উঠে এল নন-ভেজ আইটেম! ভোজনরসিককে আক্রমণ জ্যান্ত অক্টোপাসের]

কেন আহমেদের এত উচ্ছ্বাস? নেপথ্যে কিন্তু করুণ কাহিনি৷ আফগানিস্তানে তখনও তালিবান সন্ত্রাস চলছে৷ লোগারে তাদের পুঁতে রাখা ল্যান্ডমাইন মাত্র আট মাস বয়সী আহমেদের পায়ে লাগে৷ উড়ে যায় একটি পা৷ সেই থেকে তার শরীরে কৃত্রিম পা বসানোর চেষ্টা করেছেন চিকিৎসকরা৷ কষ্টকর জীবন কাটাতে হয়েছে দীর্ঘদিন৷ রেড ক্রসের সহায়তায় এবার সেই প্রচেষ্টা পূর্ণ হল৷ এমন প্রাণবন্ত শিশুকে দেখে স্বস্তি পেয়েছেন রেড ক্রসের কর্মীরাও৷ যুদ্ধবিধ্বস্ত মানুষের জনজীবনকে ফের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাঁদের যে চেষ্টা, তা সার্থক হয়েছে বলেই মনে করছেন৷

[ আরও পড়ুন: OMG! কাঠবিড়ালির কাঁচা মাংস খেয়ে এ কী হাল হল দম্পতির!]

যুদ্ধ তো পৃথিবীর অনেক জায়গায় কেড়ে নিয়েছে শৈশব৷ সিরিয়া, ইরাক থেকে শুরু করে লিবিয়া, তুরস্ক, ইরান৷ বহু শিশুর জীবন গিয়েছে, ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে অনেকের৷ এসবের মধ্যে আহমেদের জীবন কিন্তু একেবারে অন্যরকম হয়ে গিয়েছে৷ অন্ধকার থেকেও যে আলোয় ফিরে আসা যায়, সেই উদাহরণই হয়ে উঠেছে এই আফগান শিশু৷ আরও অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার দীপ৷ অনেকেই বলছেন, ‘আহমেদ নাচে/ তা তা থৈ থৈ…৷’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement