সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি৷ কিন্তু রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের বিরাম নেই৷ এবার তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন অ্যাডাল্ট সিনেমার এক অভিনেত্রী৷ এই নিয়ে ১১ জন মহিলা ট্রাম্পের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনলেন৷ তাঁর ভাবমূর্তি এমনিতেই তলানিতে ঠেকেছে৷ নতুন অভিযোগ তাঁর দুর্দশা আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ যদিও বিপদ থেকে বাঁচতে ওই অভিনেত্রীর বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী৷
‘অ্যাকসেস হলিউড’ নামে ২০০৫ সালের একটি বিতর্কিত টেপ প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের সূত্রপাত৷ যেখানে মহিলাদের জোর করে চুমু খাওয়া ও শ্লীলতাহানির কথা বলেছিলেন ট্রাম্প৷ তারপর প্রায় প্রতিদিনই নিত্যনতুন মহিলা ট্রাম্পের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করছেন৷ এবার পর্নস্টার জেসিকা ড্রেকের পালা৷ তাঁর দাবি, ২০০৬ সালে তাঁকে জোর করে চুম্বন ও গায়ে হাত দিয়েছিলেন ট্রাম্প৷ নেভাদায় একটি চ্যারিটি গল্ফ টুর্নামেন্টে ওই ঘটনা ঘটেছিল৷ এমনকী, তাঁর ফোন নম্বর চেয়ে রাতে নিজের হোটেলে ট্রাম্প আমন্ত্রণ জানান৷ কিন্তু ভাবগতিক ভাল না ঠেকায় সঙ্গে আরও দুই মহিলাকে নিয়ে সেখানে পৌঁছন জেসিকা৷ এবং কোনও অনুমতি না নিয়ে ট্রাম্প তিনজনকেই চুম্বন করেন, শরীরে হাত দেন৷ কিছুক্ষণ পরেই তাঁরা ঘর থেকে বেরিয়ে যান৷ কিন্তু তার পরই ট্রাম্পের এক সহকারী ফোন করে তাঁকে একা যেতে বলেন বলে জেসিকার অভিযোগ৷ এরপর ট্রাম্প নিজে তাঁকে ফোন করে নৈশভোজে আসতে বলেন৷ জেসিকা প্রস্তাব ফিরিয়ে দিলে ট্রাম্প নাকি তাঁকে প্রশ্ন করেন, তিনি কত অর্থ চান৷ রাতে সাহচর্য দেওয়ার বিনিময়ে ট্রাম্প দশ হাজার ডলার ও নিজস্ব বিমানে পৌঁছে দেওয়ার প্রস্তাবও নাকি দিয়েছিলেন৷
যথারীতি এই অভিযোগও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ট্রাম্প শিবির৷ তাদের দাবি, রিপাবলিকান প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও তাঁর সঙ্গীরা এই কাণ্ড ঘটাচ্ছেন৷ আর তাঁদের সাহায্য করছে সংবাদমাধ্যম৷ নির্বাচন মিটে গেলে এই সমস্ত অভিযোগকারিণীদের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন ট্রাম্প৷ শনিবার ঐতিহাসিক আইজেনহাওয়ার হোটেল ও কনফারেন্স সেন্টারে ভাষণ দিয়েছেন ট্রাম্প৷ কাছেই ঐতিহাসিক গেটিসবার্গ ন্যাশনাল মিলিটারি পার্ক, যা গৃহযুদ্ধের সাক্ষী৷ যেখানে ১৮৬৩ সালের বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন৷ কথা ছিল, প্রেসিডেণ্ট হলে প্রথম একশো দিনে কী কী করবেন, ট্রাম্প তা জানাবেন৷ কিন্তু, সমস্ত কিছু ছাপিয়ে ট্রাম্পে বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল যৌন হেনস্তা প্রসঙ্গ৷
রিপাবলিকান প্রার্থী বলেন, “যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁরা প্রত্যেকেই মিথ্যাবাদী৷ এমন ঘটনা কখনও ঘটেনি৷ প্রত্যেকের বিরুদ্ধে মামলা করব৷ অনেক ক্ষেত্রেই অভিযোগকারীরা সাক্ষীদের নাম জানিয়েছেন৷ অনেক ক্ষেত্রে তাঁদের অভিযোগ সমর্থন করে কেউ কেউ বিবৃতি দিয়েছেন৷ তাঁদের বিরুদ্ধেও মামলা করবেন কি না, ট্রাম্প তা স্পষ্ট করেননি৷ পাশাপাশি, সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণে তাঁর পরাজয় নিশ্চিত বলা হলেও ৮ নভেম্বরের নির্বাচনে তিনিই জিতবেন বলে ট্রাম্প দাবি করেছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.