Advertisement
Advertisement

Breaking News

Adani Group

ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত, মার্কিন বিচার বিভাগের নোটিস আদানি গোষ্ঠীকে!

কী জবাব ভারতীয় ধনকুবেরের?

Adani Group on bribery probe and notice by USA Justice dept

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 19, 2024 9:51 am
  • Updated:March 19, 2024 9:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুষ নেওয়ার অভিযগে আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে তদন্ত করছে আমেরিকার বিচার বিভাগ? সেই জন্য নোটিসও ধরানো হয়েছে ভারতীয় শিল্পপতিকে? এমনই হাজারো প্রশ্ন উঠছে গত কয়েকদিন ধরে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিবৃতি দিয়েছে আদানি গোষ্ঠী।

দিনকয়েক আগে সংবাদ সংস্থা ব্লুমবার্গ দাবি করেছিল, ঘুষ নেওয়ার অভিযোগে মার্কিন (USA) বিচার বিভাগ আদানির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। ভারতে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে (Goutam Adani) ঘুষ দিয়েছেন সরকারি আধিকারিকরা, এমনটাই অভিযোগ উঠেছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই তদন্ত শুরু করে মার্কিন বিচার বিভাগ। সেদেশের বহু লগ্নিকারীর শেয়ার থাকতে পারে আদানির সংস্থাগুলোতে, সেই জন্যই মার্কিন মুলুকে শুরু হয়েছে তদন্ত। কেবল আদানি গোষ্ঠী নয়, তদন্ত শুরু হয়েছে আরেক ভারতীয় সংস্থা আজুরি পাওয়ার গ্লোবাল লিমিটেডের বিরুদ্ধেও।

Advertisement

[আরও পড়ুন: ‘বেআইনি নির্মাণ বন্ধে চাই কড়া ব‌্যবস্থা’, গার্ডেনরিচ কাণ্ডে শোভনের নিশানায় কে?

তবে তদন্তের বিষয়টি নিয়ে কিছুই জানা নেই বলে মন্তব্য করে আদানি গোষ্ঠী। ব্লুমবার্গের খবরের উত্তরে ভারতীয় শিল্পপতির সংস্থা জানায়, “আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত চলছে বলে আমরা জানি না। ব্যবসায়িক গোষ্ঠী হিসাবে সমস্ত আইন মেনেই আমরা কাজ করি। ভারত বা অন্যান্য দেশগুলোতে দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত সমস্ত আইনের সঙ্গেই সহযোগিতা করে আদানি গোষ্ঠী।” তার পরেই খবর ছড়ায়, তদন্ত করতে গিয়ে আদানি গোষ্ঠীকে নোটিস পাঠিয়েছে মার্কিন বিচার বিভাগ। তবে এই জল্পনাকে একেবারে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছে আদানি গোষ্ঠী। তাদের দাবি, মার্কিন বিচার বিভাগের কোনও নোটিস আসেনি গোষ্ঠীর কাছে।

প্রসঙ্গত, গত বছর মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। হিন্ডেনবার্গ রিপোর্টে বলা হয়েছিল, সংস্থার শেয়ারের মূল্যে ব্যাপক কারচুপি করেছে আদানি গোষ্ঠী। তার পরেই গৌতম আদানির শেয়ারে বড়সড় পতন হয়। বছর ঘুরতেই আবারও মার্কিন বিচার বিভাগের পদক্ষেপের জেরে চাপে আদানি। যদিও তদন্তের বিষয়টি স্বীকার করেনি আদানি গোষ্ঠী।

[আরও পড়ুন: ভোটের মরশুমে ধাক্কা খাবে বিগ বাজেট ছবির ব্যবসা! কী বলছে টলিউড?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement