Advertisement
Advertisement
Adani

মোদির নাম জড়ানো শ্রীলঙ্কার বিতর্কিত বিদ্যুৎ প্রকল্পের বরাত পেল আদানি গোষ্ঠী

৩,৬৫৬ কোটি টাকার বরাত আদানি গ্রিন এনার্জিকে দেওয়া হয়েছে।

Adani group gets wind power projects in Sri Lanka | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:February 24, 2023 3:37 pm
  • Updated:February 24, 2023 3:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বিতর্ক সত্ত্বেও শ্রীলঙ্কার দু’টি বায়ুবিদ্যুৎ কেন্দ্রের বরাত পেল আদানি গোষ্ঠী। উত্তর শ্রীলঙ্কায় দু’টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রায় ৩,৬৫৬ কোটি টাকার বরাত আদানি গ্রিন এনার্জিকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার শক্তিমন্ত্রী কাঞ্চন উইজেশেখর।

তাৎপর্যপূর্ণ ভাবে, গত বছর জুনে দ্বীপরাষ্ট্রের ইলেক্ট্রিসিটি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এম এম সি ফার্দিনান্দো জানিয়েছিলেন, ২০২১ সালের ২৪ নভেম্বর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁকে ডেকে পাঠিয়ে বলেন, “মান্নারে যে বায়ুবিদ্যুৎকেন্দ্রটি তৈরি করা হবে, তার বরাত আদানি গোষ্ঠীকে দেওয়া হোক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটাই চাইছেন।” এই খবর প্রকাশ্যে আসতেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় শ্রীলঙ্কায়। ভারতের রাজনীতিতেও এর প্রভাব পরিলক্ষিত হয়। নির্দিষ্ট গোষ্ঠীর কথা কেন বললেন প্রধানমন্ত্রী, প্রশ্ন তোলে বিরোধী দলগুলি।

Advertisement

এক বিবৃতিতে ‘শ্রীলঙ্কা বোর্ড অফ ইনভেস্টমেন্ট’ জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গ্রিন এনার্জি। এর আগে কলম্বো বন্দরে টার্মিনাল তৈরির বরাত পেয়েছে আদানি গোষ্ঠী।

[আরও পড়ুন: জাতিভেদ নিষিদ্ধ সিয়াটলে, মার্কিন মুলুকে ইতিহাসের কাণ্ডারি ভারতীয় বংশোদ্ভূত নারী]

উল্লেখ্য, হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকেই একের পর এক ধাক্কা খেয়েছেন গৌতম আদানি। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স (Bloomberg Billionaires Index)। সেখানে বর্তমান বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২৯তম স্থানে ঠাঁই হয়েছে আদানির। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ এখন ৪ হাজার ২৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)। অন্যদিকে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর (Forbes Real Time Billionaires) তালিকাতেও অধঃপতন রোখা যায়নি।

কেন্দ্রের বিজেপি সরকারের আমলে আদানি গোষ্ঠীর উত্থান ছিল চোখে পড়ার মতো। বিরোধীদের বক্তব্য, ‘মোদি ঘনিষ্ঠ’ হওয়ায় সুবিধা পেতেন গুজরাটি শিল্পপতি। গত ২৫ জানুয়ারি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থান পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ধনকুবের। সেই সময় আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা)।

[আরও পড়ুন: বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা! মনোনয়ন বাইডেনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement