Advertisement
Advertisement

র‍্যাম্প মাতালেন অ্যাসিড আক্রান্ত রেশমা

নিউ ইয়র্কের ফ্যাশন র‍্যাম্পে হাঁটলেন অ্যাসিড আক্রান্ত ভারতীয় তরুণী রেশমা কুরেশি৷

Acid attack victim Reshma sets fire on the floor during fashion week
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2016 9:51 am
  • Updated:September 10, 2016 9:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিছে হয়রান কিংবা বিয়ের প্রস্তাবে না! বাড়িভাড়া নিয়ে বচসা, কিংবা প্রেমে প্রত্যাখ্যান৷ বিপরীত লিঙ্গের মেয়েটিকে জব্দ করার একটাই উপায়! অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দাও৷ পোড়ামুখী কি আর সাধে বলে! হ্যাঁ তে হ্যাঁ, না মিললেই একটাই উপায়৷ সারাজীবনের মতো ওই মুখ সমাজের চোখে ‘বিকৃতদর্শন’ করে দেওয়া তো যায়৷ তেমনই এক মেয়ে ছিল প্রীতি৷ ভারতীয় নৌ-সেনার সেবিকা হিসাবে যোগ দিতে দিল্লি এসেছিলেন৷ পড়শি যুবক অঙ্কুরলাল পনওয়ারের বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অ্যাসিড ছুড়ে মারে৷ ফুসফুস ও চোখের সংক্রমণে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাঁকে৷ ২০১৩ সালের মে মাসের ঘটনায় পনওয়ারকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিলেন বিশেষ মহিলা আদালতের বিচারক এ এস সিন্ডে৷

reshma-acid_web

Advertisement

ঠিক তখনই নিউ ইয়র্কের ফ্যাশন র‍্যাম্পে হাঁটলেন অ্যাসিড আক্রান্ত ভারতীয় তরুণী রেশমা কুরেশি৷ অ্যাসিড হানায় তিনিও চোখ হারিয়েছেন৷ মুখের আকার দেখলে হয়তো নিজেকেই আর চিনতে পারেন না রেশমা৷ সাধারণত সৌন্দর্য প্রতিযোগিতা, ফ্যাশন উইকের ক্ষেত্রে তথাকথিত অর্থে সুন্দরীদেরই হাট বসে৷ সেই ভাবনাতেই সম্পূর্ণ পরিবর্তন এনে দিলেন রেশমা৷ প্রীতি বা আরও পাঁচটা অ্যাসিড আক্রান্ত মেয়ে বা তাদের পরিবারের যন্ত্রণা হয়তো খানিকটা হলেও লাঘব করলেন রেশমা৷ লম্বা হাতা সাদা রংয়ের গাউন পরে রেশমা হাঁটছেন৷ গাউনের উপর ভারী সুতোর কাজ৷ গাউনের নকশা ভারতীয় ডিজাইনার অর্চনা কোচ্চারের৷ করতালিতে রেশমাকে কুর্নিশ জানাচ্ছেন দর্শকরা৷ এফটিএল মোদা নামে একটি ফ্যাশন প্রোডাকশন সংস্থার ডাকে হাঁটলেন রেশমা৷ রেশমা শুধু র‍্যাম্পে হাঁটার জন্য প্রথাগত ভাবনায় বদল এনেছেন, তা নয়৷ বাজারচলতি ক্ষতিকারক পণ্যের বিরুদ্ধেও প্রতিবাদে সরব হয়েছেন৷ শরীরের পুড়ে যাওয়া অংশ, ক্ষতস্থান ঢাকার জন্য ব্যবহৃত হয়৷ সাময়িক মুক্তি মিললেও ব্যবহারকারীর দ্বিগুণ ক্ষতি হয়৷ তাই অ্যাসিড আক্রান্তদের প্রকাশ্যে আসতে অনুরোধ করে রেশমা বললেন, ‘‘এ এক অসামান্য অভিজ্ঞতা৷ আমার জীবনে সত্যিই পরিবর্তন এল৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement