Advertisement
Advertisement

চাবুকে, ধর্ষণে বিদ্রোহীদের সবক শেখাচ্ছে তুরস্ক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশ আগে ইস্তানবুলে সেনা অভ্যুত্থানের ঘটনায় ঝড় উঠেছিল সারা পৃথিবীতে৷ মানববন্ধনে সে অভ্যুত্থান ঠেকিয়েছে জনতা৷ তবে এবার আবার খবরের শিরোনামে তুরস্ক৷ অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় ধরা পড়া বন্দিদের যেভাবে চাবকে, ধর্ষণ করে সবক শেখাচ্ছে তুরস্ক, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দুনিয়া জুড়েই৷আরও পড়ুন:‘দিবে আর নিবে’, দশ হাজার সেনার বিনিময়ে কিমের দেশকে তেল ও […]

According to Amnesty, after Failed Turkey Coup, detainees beaten and raped
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 4:32 pm
  • Updated:July 26, 2016 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশ আগে ইস্তানবুলে সেনা অভ্যুত্থানের ঘটনায় ঝড় উঠেছিল সারা পৃথিবীতে৷ মানববন্ধনে সে অভ্যুত্থান ঠেকিয়েছে জনতা৷ তবে এবার আবার খবরের শিরোনামে তুরস্ক৷ অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় ধরা পড়া বন্দিদের যেভাবে চাবকে, ধর্ষণ করে সবক শেখাচ্ছে তুরস্ক, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দুনিয়া জুড়েই৷

‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ নামে এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই দাবি তুলেছে৷ সংস্থাটির দাবি, বিদ্রোহী সন্দেহে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের উপর চলছে অমানবিক অত্যাচার৷ এই মুহূর্তে সেনা-সহ কয়েক হাজার মানুষ রাষ্ট্রের হাতে বন্দি৷ তাঁদের জিজ্ঞাসাবাদ ইত্যাদির সময়সীমা চারদিন থেকে বাড়িয়ে তিরিশ দিন করা হয়েছে৷ ফলে জেল হেফাজতেই থাকতে হবে বন্দিদের৷ এমনটাই নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান৷ আর এই পর্বেই অত্যাচার চলছে বলে দাবি ওই সংস্থার৷ এমনকী বন্দি মহিলাদের ধর্ষণও করা হচ্ছে নির্বিচারে৷

Advertisement

বন্দিদের যে মৃত্যুদণ্ড হতে পারে, এ ব্যাপারে অনেকেই নিশ্চিত৷ তবে এই অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে মানবাধিকার সংগঠনটি৷ সংগঠনের ইউরোপিয়ান ডিরেক্টর জন ডালহৌসিন এক বিবৃতিতে জানিয়েছেন, তুরস্কের উচিত এই অমানবিক ঘটনা বন্ধ করা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement