Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘আমার বিরুদ্ধে গল্প বানানোই কাজ, প্রমাণ পেশে ব্যর্থ’, বিদেশ থেকে ED-কে তোপ অভিষেকের

টুইটে আর কী বক্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের?

Abhishek Banerjee slams ED in tweet by showing their inability to prove someone's accused
Published by: Sucheta Sengupta
  • Posted:August 7, 2023 1:00 pm
  • Updated:August 7, 2023 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসার জন্য রয়েছেন বিদেশে। দু, একদিনের মধ্যেই অপারেশন। তবে নিজের স্বাস্থ্যচিন্তার মাঝেও রাজ্যের পরিস্থিতির দিকে যে নজর রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তা স্পষ্ট। সোমবার সকালে টুইটে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) উদ্দেশে কড়া ভাষায় তোপ দেগেছেন। তাঁর দাবি, বছরের পর বছর ধরে তদন্তের পরও আদালতে সঠিক সময়ে প্রমাণ পেশ করতে ব্যর্থ তদন্তকারীরা। উলটে মিথ্যে গল্প বানানোর খেলায় তারা প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এভাবেই ইডির ‘ব্যর্থতা’ দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা-সহ একাধিক মামলার শুনানিতে আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। তথ্যপ্রমাণ পেশের জন্য আরও সময় চেয়েছেন তদন্তকারীরা। তাতে বিচারপতিরাও অনেক সময় ক্ষুব্ধ হয়েছেন। প্রশ্ন তুলেছেন তদন্তের অগ্রগতি নিয়ে। এসব বিষয় উল্লেখ করে সোমবার সকালে টুইট (Tweet) করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাষায়, ”খুবই হতাশার বিষয় যে ইডির মতো সংস্থায় সব অযোগ্য অফিসাররা রয়েছেন, যাঁদের মূল কাজ আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে দারুণভাবে গল্প বানানো। এই কাজে তাঁরা একেবারে অপ্রতিরোধ্য। এদিকে বছরের পর বছর ধরে মানুষের করের টাকায় তদন্ত চালিয়ে যাওয়ার পরও কোনও প্রমাণ দিতে পারছে না।”

[আরও পড়ুন: দু’দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে]

অভিষেকের আরও দাবি, ইডির এই ভূমিকা অত্যন্ত হতাশাজনক। তা সত্ত্বেও রাজ্যের বিজেপি নেতারা এই তদন্তকারী সংস্থার উপর ভরসা করেই রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন। এবার স্পষ্ট হচ্ছে, কেন ইডির সাফল্যের হার ০.৫ শতাংশ। এতে আর আশ্চর্যের কিছু নেই। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় (Coal scam) বেশ কয়েকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে অভিষেককে। দিল্লি, কলকাতার অফিসে তাঁকে ডেকে ঘণ্টার পর ঘণ্টা ধরে নানা প্রশ্ন করা হয়। তা সত্ত্বেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বেআইনি কাজের কোনও প্রমাণ মেলেনি। সেসব মনে করিয়েই ইডিকে চূড়ান্ত হাস্যকর হিসেবে প্রতিপন্ন করতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী, ইন্ডিয়া জোটের নেতাদের মিষ্টি বিলি করলেন অধীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement