Advertisement
Advertisement
A woman lands in row after nail extension

জেল নেল এক্সটেনশন করাতে গিয়ে সর্বনাশ! হাত নাড়াচাড়ার ক্ষমতাও হারালেন তরুণী

কেন ঘটল এমন কাণ্ড?

A woman lands in row after nail extension । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 13, 2023 11:20 am
  • Updated:May 13, 2023 11:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান যুগের তরুণীরা ফ্যাশন সম্পর্কে অত্যন্ত সচেতন। কোনও কিছুতেই খামতি রাখতে চান না তাঁরা। তাই তো কৃত্রিম উপায়ে নখও সুন্দর করে তোলেন অনেকেই। আর জেল নেল এক্সটেনশন করতে গিয়েই হল বিপত্তি। অ্যালার্জির জেরে হাতের নড়াচড়ার ক্ষমতাও হারালেন তিনি।

বছর ছত্রিশের লিসা ডেওয়ে সুন্দর নখ ভীষণ পছন্দ করেন। তাই একাধিকবার কৃত্রিম উপায়ে নখকে সুন্দর করে তুলেছিলেন। জেল নেল এক্সটেনশন করে প্রথমবার কোনও সমস্যা হয়নি। কৃত্রিম নখ উঠে যাওয়ার পর দেখেন ওই জায়গাটি খুব জ্বালা করছে। তড়িঘড়ি চিকিৎসকের কাছে যান লিসা। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন নখে জীবাণু সংক্রমণ হয়েছে। স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিকের সাহায্যে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা।

Advertisement

Nail

[আরও পড়ুন: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা]

তবে তাতেও জেল নেল এক্সটেনশন করতে পিছপা হননি তরুণী। আবার নেল পার্লারে যান। কৃত্রিম উপায়ে নখ বড়ও করেন। তার পরিণতি হয় ভয়ংকর। ফের আঙুলে তীব্র যন্ত্রণা অনুভব করেন তরুণী। কিছুক্ষণের মধ্যে হাতের ক্ষমতাও হারান তিনি। নখের অবস্থাও অত্যন্ত খারাপ তাঁর। লিসা জানান, এখন তাঁর আঙুলের ত্বক ভীষণ খারাপ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নখ এত খারাপ হয়ে গিয়েছে যে লজ্জায় কাউকে দেখাতে পারেন না। পাশাপাশি যন্ত্রণায় আঙুল এমনকী হাতও নাড়াচাড়া করতে পারেন না তিনি।

Lisa

[আরও পড়ুন: প্রথম দেখাতেই সঙ্গমে রাজি, আপত্তি নেই ওরাল সেক্সেও: প্রিয়াঙ্কা চোপড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement