Advertisement
Advertisement

Breaking News

ইমরান খান

প্রধানমন্ত্রীর বাসভবনে বন্ধুকন্যার বিয়ে! নেটিজেনদের রোষে ইমরান খান

দুর্বল কোষাগারের অবস্থা ফেরাতেই কি এমন উদ্যোগ, প্রশ্ন নেটিজেনদের৷

A wedding was held at the Prime Minister House of Pakistan
Published by: Sayani Sen
  • Posted:August 5, 2019 9:50 pm
  • Updated:August 5, 2019 9:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন নতুন ট্রেন্ড ডেস্টিনেশন ওয়েডিং৷ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কোনও জায়গাকে সাধারণত বেছে নেওয়া হয়৷ হতে পারে তা কোনও দুর্গ কিংবা সমুদ্রের আশপাশ৷ কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে বিয়ে, তা শুনেছেন কখনও? সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে বসেছিল বিয়ের আসর৷ সেই বিয়ের কার্ডের এবং নবদম্পতির পাশে ইমরানের হাসি মুখের ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ তাতেই নেটিজেনদের রোষের মুখে পাক প্রধানমন্ত্রী৷

[আরও পড়ুন: হামলা চালাতে এসে নিকেশ, নিজের জওয়ানদের দেহ নিতে অস্বীকার করল পাকিস্তান]

সদ্যই ব্রিগেডিয়ার ওয়াসিম ইফতিখার চিমার মেয়ের বিয়ে হয়৷ একমাত্র বিয়ে বলে কথা৷ তাই এলাহি আয়োজন তো থাকবেই৷ বিয়ের বহুদিন আগে থেকেই কার্ড ছাপানো, কেনাকাটি লেগেই আছে৷ কার্ডে থাকার জায়গা হিসাবে বড় বড় লেখা রয়েছে বিবাহস্থল৷ প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে হবে বিয়ে৷

Advertisement

Card

উল্লেখ্য, ব্রিগেডিয়ার চিমা প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ৷ প্রধানমন্ত্রীকে তাঁর পারিবারিক বন্ধু বললেও ভুল কিছুই হবে না৷

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে ভারতের ঐতিহাসিক সিদ্ধান্তে চাপে পাকিস্তান, সরব ইমরান সরকার]

চিমার মেয়ের বিয়ের কার্ডটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ বড় বড় হরফে লেখা বিবাহস্থল দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের৷ তার উপর আবার ব্রিগেডিয়ার তনয়ার বিয়ের ছবিও ভাইরাল হয়ে গিয়েছে৷ তাতে দেখা গিয়েছে, নবদম্পতির পাশে বেশ হাসি মুখে বসে রয়েছেন ইমরান খান৷

Imran-Khan

এই ছবি দেখে অগ্নিশর্মা নেটিজেনরা৷ কীভাবে প্রধানমন্ত্রীর বাসভবনকে বিয়েবাড়ির অনুষ্ঠানস্থল হিসাবে কাজে লাগাতে দিতে পারলেন পাক প্রধানমন্ত্রী, সেই প্রশ্ন তুলেছেন ইন্টারনেট ব্যবহারকারীদের একাংশ৷

পাকিস্তানে কোষাগারে এমনিতেই ভাঁড়ে  মা ভবানী দশা৷ দিনকয়েক আগে চুল এবং গরু বিক্রি করে আর্থিক সংকট মেটানোর পথে হেঁটেছিল ইমরান সরকার৷ এমনকী লন্ডন সফরে গিয়ে বিলাসবহুল হোটেলে নয়, দূতাবাসেই ছিলেন ইমরান৷ তাহলে কি অভাব মেটাতে এবার প্রধানমন্ত্রীর বাসভবনও ভাড়া দিতে হচ্ছে? টিপ্পনি কেটে সে প্রশ্নেই সুর চড়িয়েছেন নেটিজেনরা৷ 

তবে নেটদুনিয়ায় যা-ই বলুক না কেন, কোনও মন্তব্য করেননি ইমরান খান৷ এই ইস্যুর উত্তাপ যেন গায়ে মাখতেই চাইছেন না তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement