Advertisement
Advertisement

Breaking News

Russia-Ukraine War

দেশ বাঁচাতে এবার রুশ ট্যাঙ্ক ‘চুরি’ করলেন ইউক্রেনের চাষি, ভিডিও ভাইরাল

ভিডিও শেয়ার করলেন ইউক্রেনের প্রাক্তন রাষ্ট্রদূত।

A Ukrainian Farmer
Published by: Kishore Ghosh
  • Posted:March 2, 2022 1:38 pm
  • Updated:March 2, 2022 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র সাত সেকেন্ডের ভিডিও। কিন্তু পোস্ট হওয়ার পর ভাইরাল (Viral) হতে বেশি সময় নেয়নি। ইতিমধ্যেই ভিডিওটি ৪.৬ মিলিয়ন বার দেখা হয়ে গিয়েছে নেটিজেনদের। সংখ্যাটা হু হু করে বাড়ছে। কিন্তু কী আছে ওই ভিডিওতে?

উত্তর হল– ইউক্রেনকে (Ukraine) রুশ (Russia) আক্রমণ থেকে বাঁচাতে সে দেশের নাগরিকদের মরিয়া প্রচেষ্টার ছোট্ট একটি ঝলক। এবার যে ভিডিওটি সকলের নজর কেড়ে খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে– ইউক্রেনের নাগরিক এক কৃষক নিজের ট্র্যাক্টরটিকে কাজে লাগিয়ে আস্ত একটি রুশ মিলিটারি ট্যাঙ্কই চুরি করে নিচ্ছেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কটিকে ট্র‌্যাক্টরের সাহায্যে তিনি টেনে নিয়ে চম্পট দিচ্ছেন, আর পিছন পিছন ছুটে যাচ্ছেন এক ব্যক্তি।

Advertisement

ভিডিওটি শেয়ার করেছেন এক ব্রিটিশ রাজনীতিক তথা পার্লামেন্টের সদস্য (প্লাইমাউথ মুর ভিউ) জনি মার্সার (Johnny Mercer)। টুইটারে তিনি লিখেছেন, “আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই। তবে এটুকু বলতে পারি, রুশ অনুপ্রবেশকে ইউক্রেনীয়রা মোটেই ভালভাবে মেনে নিচ্ছেন না। দেখুন, ইউক্রেনীয় ট্র‌্যাক্টর কীভাবে রুশ ট্যাঙ্ক চুরি করে নিচ্ছে।”

উল্লেখ্য, ওলেকজান্ডার স্কারবা, যিনি ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত ছিলেন, তিনিও ভিডিওটি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, “ইউক্রেনীয়রা সহজে ভাঙার পাত্র নয়।”

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine War) একাধিক আবেগ বিহ্বল দেশপ্রেমের ছবি সামনে আসছে। সেখানকার সাধারণ মানুষ খালি হতে রুশ বাহিনীকে রুখতে নেমে পড়ছেন বহু শহরে। গতকালও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এক ইউক্রেনীয় যুবক রাস্তা থেকে নিজহাতে একটি ল্যান্ডমাইন তুলে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন। বাখম্যাক শহরে দেখা গিয়েছিল আরও এক দৃশ্য। সেখানে চলমান রুশ ট্যাঙ্কের উপর লাফিয়ে উঠে পড়েন এক ব্যক্তি। তাঁকে তোয়াক্কা না করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রুশ ট্যাঙ্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement