Advertisement
Advertisement

মাদারের আরও এক অলৌকিক ক্ষমতা দেখল ভ্যাটিকান

ক্রিস্টিনার দাবি মাদারই তাঁকে এই সুন্দর মুহূর্তের শরিক হওয়ার সুযোগ দিয়েছেন৷

A Third Miracle Amazes Vatican City.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 8:10 pm
  • Updated:September 4, 2016 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা থেকে সন্ত হলেন মাদার টেরিজা৷ খানিকক্ষণ আগেই ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস মাদার কে “সেইন্ট টেরিজা অফ ক্যালকাটা” বলে ঘোষণা করলেন৷ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ এই ঘটনার শরিক হতে কেউ ছুটে গিয়েছেন রোমে, কেউ আবার চোখ রেখেছেন টেলিভিশনের পর্দায়৷ মাদার টেরিজার সান্নিধ্য পাওয়া সকল মানুষদের চোখেই আজ আনন্দাশ্রু৷

মায়ের সন্ত হওয়ার সংবাদের পাশাপাশি তাঁর অলৌকিক ক্ষমতার নিদর্শন স্বরূপ নানা খবর শোনা যাচ্ছে৷মাদারের কৃপায় দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ হওয়ার কথা যেমন শোনা যাচ্ছে তেমনি শোনা যাচ্ছে দুঃসময়ে দুখীদের পাশে দাঁড়ানোর কথা৷ ঠিক এই সময় মায়ের আরেক অদ্ভূত কৃপার কথা শোনা গেল সেইন্ট পিটার’স স্কোয়ারে এক স্প্যানিশ মহিলার কাছে৷ ৫০ বছর বর্ষীয়া ক্রিস্টিনা তাঁর আঠেরো বছরের ছেলে হ্যানককে নিয়ে উপস্থিত ছিলেন ক্যানোনাইজেশন অনুষ্ঠানে৷ অনেকের মতই তাঁর গাল বেয়ে নেমে আসছিল অশ্রুকণা৷ তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, ৫০ তম জন্মদিনের উপহার হিসেবে তাঁর পরিবার তাঁকে রোমে ঘুরতে নিয়ে আসে৷ ১৮ বছর আগে তাঁর ছেলেকে ইথিওপিয়ার মাদার টেরিজা হোম থেকেই দত্তক নিয়েছেন৷ মায়ের কৃপাতেই ছেলেকে পেয়েছেন বলে বিশ্বাস করেন এই মহিলা৷ তিনি রোমে আসার আগে জানতেনই না তাঁর মাদার আজ সন্ত হচ্ছেন৷ ভ্যাটিকান সিটির রাস্তায় ঘুরতে ঘুরতেই চোখে পড়ে মায়ের ছবি ও এই সংবাদ৷ ক্রিস্টিনার দাবি মাদারই তাঁকে এই সুন্দর মুহূর্তের শরিক হওয়ার সুযোগ দিতেই টেনে এনেছেন রোমে৷ কথা বলতে বলতে অশ্রুসিক্ত মাকে দেখে খানিকটা অস্বস্তিতে পড়েছিলেন হ্যানক৷ ১৮ বছরের ছেলে মাকে সামলিয়ে নিয়ে বলেন, মাকে তিনি ভীষণ ভালবাসেন এবং সন্ত টেরিজাকে তিনি ধন্যবাদ দিতে চান কারণ তিনি বিশ্বাস করেন তাঁর মায়ের সঙ্গে তাঁকে মিলিয়েছেন মাদার৷

Advertisement

এই মা এবং ছেলের কাহিনিও সন্ত টেরিজার অলৌকিক ক্ষমতার নিদর্শন হিসেবেই মনে রাখবে বিশ্ব৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement