Advertisement
Advertisement

Breaking News

বিষ, পাখি

পাখির বিষেই মৃত্যু পক্ষীপ্রেমী বৃদ্ধের, ফ্লোরিডার ঘটনায় অবাক চিকিৎসকরাও

বুনো পাখিকে পোষ মানানোর চেষ্টা করাই কাল৷

A poisonous bird Cassowary attacks on its master and killed
Published by: Sucheta Sengupta
  • Posted:April 15, 2019 6:44 pm
  • Updated:April 15, 2019 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাখি ভালবাসেন৷ তাই শখ করে নিজের বাড়িতেই পাখিরালয় তৈরি করেছিলেন ফ্লোরিডার মারভিন হ্যাজোস৷ কিন্তু, সেই শখই কাল হল তাঁর৷ পাখির বিষাক্ত কামড়ে মৃত্যু হল বছর পঁচাত্তরের পাখিপ্রেমীর৷

ফ্লোরিডার আলাচুয়ায় নিজের বাড়ির জমিতে পাখিদের জন্য আশ্রয় গড়ে তুলেছিলেন মারভিন৷ প্রতিদিনের মতো তাদের পরিচর্যা করছিলেন শুক্রবারও৷ আচমকাই তাঁকে বাগানে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন স্ত্রী৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়৷ কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়৷ প্রাথমিকভাবে চিকিৎসকরাও মৃত্যুর কারণ হিসেবে কিছু বুঝতে পারছিলেন না৷ তবে, তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন দেখে কোনও বন্য পশুর দ্বারা আক্রান্ত হয়েছেন মারভিন৷ তাই কারণ জানতে ডেকে পাঠানো হয় পাখি বিশেষজ্ঞদের৷ তাঁরাও বেশ সন্দিহান ছিলেন৷

Advertisement

                                                                  [ আরও পড়ুন : মেলবোর্নের নাইট ক্লাবে বন্দুকবাজের হানা, মৃত এক ]

মারভিনের বাড়ির পাখিরালয় এবং আশেপাশের এলাকা ভালভাবে দেখেশুনে তাঁদের কাছে বিষয়টি স্পষ্ট হয়৷ বুঝতে পারেন,ধারালো ঠোঁটের কালো,নীল ‘কাসওয়ারি’ পাখিই মৃত্যুর কারণ৷ পরিচর্যার সময়ে এই পাখিটিই মারভিনের উপর আচমকা আক্রমণ করে৷ তা সামলাতে পারেননি বছর পঁচাত্তরের বৃদ্ধ৷ ফলে তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন হয়েছে৷ ছড়িয়ে গিয়েছে বিষও৷ আর বিষের প্রভাবেই তাঁর মৃত্যু হয়েছে৷ গবেষণা করে পক্ষী বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাসওয়ারি নামের ওই পাখি আসলে স্বভাবে বন্য৷ এটি ক্লাস টু ওয়াইল্ড বা দ্বিতীয় শ্রেণির বন্যপ্রাণ বলে চিহ্নিত৷ অস্ট্রেলিয়ায় বিভিন্ন জঙ্গলই বাসস্থান৷ এমু, পেঙ্গুইনের মতো এই পাখিটিও উড়তে অক্ষম৷ গলা, ঘাড়ের কাছে রংবেরঙের অংশেই থাকে বিষ৷ চিড়িয়াখানা কিংবা বাড়িতে এটি থাকার নয়৷ কিন্তু মারভিনের পক্ষীপ্রীতি এই বুনো পাখিটিকেও বাড়ির পাখিরালয়ে টেনে এনেছিল৷ তিনি চেষ্টা করেছিলেন পোষ মানাতে, যা প্রায় অসম্ভব ব্যাপার৷  

                                               আরও পড়ুন : রানওয়েতে নামতে গিয়ে হেলিকপ্টারে ধাক্কা বিমানের, নেপালে মৃত অন্তত ৩  ]

শুক্রবারও মারভিন আদর করছিলেন ক্যাসওয়ারিটিকে৷ তখনই বিপদ নেমে আসে৷ পায়ে হাঁটা পাখিটি বিষ প্রয়োগ করে মেরে ফেলে বৃদ্ধকে৷ ওয়াশিংটনের জাতীয় চিড়িয়াখানার কিউরেটর এরিক স্লোভাক জানাচ্ছেন,‘ক্যাসওয়ারি যদি তার নখ দিয়ে আঘাত করে, তাহলেও তা খুব ক্ষতিকারক হতে পারে৷ হাসপাতালে বেশ কয়েকদিন কাটাতে হবেই৷’ পাখিপ্রেমিক মারভিনের মৃত্যু সেই পাখির আঘাতেই হল, এই বাস্তব যেন মেনে নিতে পারছেন না তাঁর স্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement