Advertisement
Advertisement
Afghanistan

বিপর্যয়ের জের কাটতে না কাটতেই ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩।

A new earthquake has hit western Afghanistan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 15, 2023 1:49 pm
  • Updated:October 15, 2023 1:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। প্রাণ হারিয়েছিলেন অন্তত ৪ হাজার মানুষ। সেই বিপর্যয়ের পর সপ্তাহ পেরোতে না পেরোতেই কাবুলিওয়ালার দেশ ফের কম্পন অনুভব করল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিম আফগানিস্তানে এবারের ভূমিকম্পের উৎসস্থল হেরাত থেকে ৩৪ কিমি দূরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে ৮ কিমি গভীরে অবস্থিত। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও প্রাণহানির কথা জানা যায়নি। উল্লেখ্য, গত সপ্তাহে ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাত প্রদেশ থেকে ৪০ কিমি উত্তর-পশ্চিমে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল প্রায় দুই হাজার বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ২০টি গ্রাম। মৃতদের মধ্যে অধিকাংশই (৯০ শতাংশ) মহিলা ও শিশু।

Advertisement

[আরও পড়ুন: একসঙ্গে তিন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, প্রার্থী হচ্ছেন একাধিক হেভিওয়েট]

রয়টার্স সূত্রে খবর, আফগানিস্তানের (Afghanistan) জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের মুখপাত্র মুল্লা সাইক কাবুলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “এখনও অবধি যা পরিসংখ্যান, এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৪ হাজারের উপর মানুষ। আমাদের তথ্য অনুযায়ী প্রায় ২০টি গ্রামের ২ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।” এই পরিস্থিতিতে ফের ভূমিকম্পের (Earthquake) ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিজেপির ‘শিব’কে হারাতে ‘হনুমান’কে প্রার্থী করল কংগ্রেস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement