Advertisement
Advertisement
জাপান

জাপানের রাস্তায় নৃশংস হত্যালীলা, ছুরি হাতে আততায়ীর হামলায় নিহত ৩

তদন্তকারীরা জানান, গ্রেপ্তারির সময় দিব্যি খোশমেজাজে ছিল আততায়ী৷

A man swinging a knife attacked commuters waiting at a crowded bus stop
Published by: Sayani Sen
  • Posted:May 28, 2019 10:31 am
  • Updated:May 28, 2019 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুরি হাতে রাস্তার মাঝে ছুটে বেড়াচ্ছে এক ব্যক্তি৷ হাতের সামনে যাকেই পাচ্ছে, তার উপরেই হামলা চালাচ্ছে সে৷ তার নিশানা থেকে বাদ নেই কেউ৷ পুরুষ, মহিলা, স্কুলপড়ুয়া প্রত্যেককে নৃশংস অত্যাচার করছে৷ স্থানীয় সময় সকাল পৌনে ৮টা নাগাদ এমনই ভয়াবহ হত্যালীলার সাক্ষী রইল জাপানের কাওয়াসাকি শহর৷ এই ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে৷ অন্তত ১৯ জন গুরুতর জখম হয়েছেন৷ স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ এদিকে, ওই আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে হামলার কারণ এখনও জানা যায়নি৷

[ আরও পড়ুন: দুর্বৃত্তদের হামলা, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তানের শতাব্দী প্রাচীন গুরুনানক সৌধ]

জাপানের ব্যস্ততম এলাকা কাওয়াসাকি৷ সেখানেই রয়েছে স্কুল, অফিস৷ ওই এলাকাকেই টার্গেট করে আততায়ী৷ সকালে আচমকাই ছুরি নিয়ে পথযাত্রীদের উপর এলোপাথাড়ি আঘাত করতে থাকে এক যুবক। ছুরি হাতে এগিয়ে যায় শিশুদের স্কুলের সামনেও৷ খুদে স্কুল পড়ুয়াদেরও কোপাতে থাকে সে৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকে অন্তত ১৯ জন৷ আর্তনাদে ভারী হয়ে ওঠে গোটা এলাকা৷ আশেপাশের সকলের উপর হামলার পর ওই যুবক নিজেকেও ছুরি দিয়ে আঘাত করে। ইতিমধ্যেই খবর পৌঁছায় পুলিশের কাছে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান আধিকারিকরা৷ এছাড়াও দমকল বাহিনীও যায় ওই এলাকায়৷ রাস্তায় পড়ে থাকা জখমদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়৷ অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প খুলে জখমদের চিকিৎসা শুরু হয়৷ প্রাথমিক চিকিৎসার পর যদিও অ্যাম্বুল্যান্সে করে সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ গোটা কাওয়াসাকিজুড়ে জারি হয়েছে সতর্কতা।

Advertisement

[ আরও পড়ুন: আফগানিস্তানে একই পরিবারের ২ শিশু-সহ সাতজনকে খুন করল দুষ্কৃতীরা]

ওই আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তারির সময় তার শরীরে বিঁধে ছিল ছুরি৷ রক্তে ভেসে যাচ্ছিল গোটা শরীর৷ অথচ দিব্যি হাসছিল সে৷ ঘটনাস্থল থেকে আরও দুটি ছুরি উদ্ধার হয়েছে। কী কারণে এই হামলা তা এখনও অস্পষ্ট। এর আগে ২০১৬ সালে এক মানসিক রোগীদের হাসপাতালে এক আততায়ী একসঙ্গে ১৯ জন রোগীকে কুপিয়ে খুন করেছিল। সেই স্মৃতিকে আবারও চাঙ্গা করে দিল এদিনের কাওয়াসাকির ঘটনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement