Advertisement
Advertisement

Breaking News

সমুদ্রে নামলেই গিলে খাবে হাঙর, আতঙ্কে ভুগছে মার্কিন মুলুক

আট দশক পর ফিরল আতঙ্কের পরিবেশ৷

A man died in a shark attack in Massachusetts in eight decades
Published by: Tanujit Das
  • Posted:September 17, 2018 9:43 pm
  • Updated:September 17, 2018 9:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঙরের আক্রমণে যুবকের মৃত্যু ঘিরে আতঙ্কের ছায়া মার্কিন মুলুকের ম্যাসাচুসেট প্রদেশে৷ বিগত আট দশকে সবচেয়ে ভয়ঙ্কর সার্ক অ্যাটাক বলে একে ব্যাখ্যা করছেন সেখানকার স্থানীয় নাগরিকরা৷ মৃত যুবকের নাম আর্থার মেডিসি। ম্যাসাচুসেটসের রিভিয়ার অঞ্চলে তাঁর বাড়ি। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয় স্থানীয় কেপ কড হাসপাতালে৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ এই সার্ক অ্যাটাক আতঙ্কের সৃষ্টি করেছে ম্যাসাচুসেটস বিচে৷

[‘সিল্ক রোড’ বিতর্ক, বেজিংয়ের মানভঞ্জনে চিন ছুটলেন পাক সেনাপ্রধান]

Advertisement

সার্ক রিসার্চ ফ্লোরিডা প্রোগামের দায়িত্বে থাকা গেভিল নেইলর জানান, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে হাঙর আক্রমণের আশঙ্কা ছিল৷ সাম্প্রতিক রিপোর্টেও তা প্রকাশ পেয়েছে৷ দেখা গিয়েছে যে, ওই অঞ্চলে ১০ থেকে ১২ ফুটের হাঙরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ শিকার ভেবে অনেক সময়ই বিচের মানুষের উপরে আক্রমণ শানান এই হাঙরেরা। প্রত্যক্ষদর্শী স্থানীয় জেলেরা জানান, প্রথমে লেজের ঝাপটায় আর্থারকে ঘায়েল করে হাঙরটি। তারপরেই কামড় বসায় তাঁর ডান উরুতে৷

[‘বৌদ্ধ শিক্ষকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের’]

প্রচণ্ড রক্তক্ষরণের ফলে সমুদ্রের তীরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। ঘটনাস্থলে উদ্ধারকারীদের পৌঁছাতে কুড়ি মিনিট সময় লাগে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার করে আর্থারকে৷ তাঁরাই ভরতি করে স্থানীয় হাসপাতালে৷ অধিক রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাঙর আক্রমণের ঘটনা বেড়েই চলেছে আশপাশের বিচগুলিতে৷ দু’বছর আগে লিটন নামে এক ব্যক্তিকে আক্রমণ করে একটি হাঙর। তবে সেই যাত্রায় রক্ষা পান ওই ব্যক্তি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement