Advertisement
Advertisement

Breaking News

সাংবাদিক

সাদা গাড়ি চড়ে এসে আততায়ীর গুলি, পাকিস্তানে ফের খুন সাংবাদিক

খুনের পর আত্মহত্যার চেষ্টা করে ওই আততায়ী৷

A journalist working in a Pakistan-based news channel was shot dead
Published by: Sayani Sen
  • Posted:July 10, 2019 7:33 pm
  • Updated:July 10, 2019 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা আততায়ীর৷ গুলিতে ঝাঁজরা হয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সঞ্চালক মুরিদ আব্বাস৷ আর্থিক বিবাদের জেরেই তাঁকে খুন হতে হয়েছে বলে দাবি তদন্তকারীদের৷

[ আরও পড়ুন: ভিডিও গেমে দুর্ঘটনা এড়ালেন পাইলট, সত্যি ভেবে প্রশংসা পাক মন্ত্রীর]

মুরিদ আব্বাস নামে পাকিস্তানি ওই যুবক একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সঞ্চালকের কাজ করতেন৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় খায়াবান-ই-বুখারি এলাকায় একটি ক্যাফের বাইরে দাঁড়িয়েছিলেন তিনি৷ সেই সময় সাদা গাড়িতে চড়ে এক যুবক ঘটনাস্থলে পৌঁছয়৷ সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে৷ বুকে এবং পেটের একাধিক জায়গায় গুলি লাগে আব্বাসের৷ গুলির শব্দ পেয়ে ক্যাফে থেকে বেরিয়ে সাংবাদিককে বাঁচাতে ছুটে আসেন খিজর হায়াত নামে এক বন্ধু৷ তাঁর শরীরের একাধিক জায়গায় গুলি লাগে৷ স্থানীয়রাই দু’জনকে উদ্ধার করে৷ তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে আব্বাসের মৃত্যু হয়েছে৷ সাংবাদিকের বন্ধু খিজর হায়াত গুলিবিদ্ধ অবস্থায় এখনও হাসপাতালে ভরতি৷ তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক৷

Advertisement

[ আরও পড়ুন: গোলিয়াধ-বধ করা নায়ক ডেভিডের গ্রাম কোথায়? বাইবেলের পাতা পেরিয়ে বাস্তবে মিলল উত্তর]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ আব্বাসের বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলেছে তদন্তকারীরা৷ ওই আততায়ীর নাম আতিফ জামান৷ তড়িঘড়ি তার বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ৷ তবে তার আগেই গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করে আতিফ৷ তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আতিফ ওই নিহত সাংবাদিকের পূর্ব পরিচিত ছিল বলেই পুলিশ সূত্রে খবর৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক বিবাদের জেরেই মুরিদ আব্বাসকে লক্ষ্য করে গুলি চালিয়েছে আতিফ৷ তবে অভিযুক্ত সুস্থ না হওয়া পর্যন্ত এই ঘটনার কিনারা সম্ভব নয় বলেই জানিয়েছেন তদন্তকারীরা৷ সাংবাদিকদের উপর হামলা এই প্রথম নয়৷ এর আগেও গৌরী লঙ্কেশ, সুজাত বুখারির মতো সাংবাদিকদের আততায়ীদের গুলিতে খুন পর্যন্ত হতে হয়েছে৷ সেই তালিকাতেই এবার নাম জুড়ল মুরিদ আব্বাসের৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement