সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিলল না মুক্তি স্বাদ! চিড়িয়াখানা থেকে পালাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল পূর্ণবয়স্ক জিরাফের। আমেরিকার (USA Zoo) একটি পশুশালার ঘটনা। ওই চিড়িয়াখানার কর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রাণীটিকে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা হলেও বাঁচানো যায়নি। কর্তৃপক্ষের দাবি, নিজের খাঁচা ভেঙে পালানোর চেষ্টা করেছিল জিরাফটি। সেই সময় তার লম্বা গলা আটকে যায় গেটে। তাতেই গলার হাড় ভেঙে মৃত্যু হয়েছে প্রাণীটির। সোশ্যাল মাধ্যমে জিরাফের মৃত্যুর কথা জানিয়ে শোকপ্রকাশ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ছয় বছর বয়সী পুরুষ জিরাফের মৃত্যু হয়েছে নিউ ইয়র্কের একটি চিড়িয়াখানায়। তার নাম পার্কার। ওই পশুশালার সুপারিনটেনডেন্ট স্টিভ ল্যাকি বলেন, “এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত এবং নজিরবিহীন।” তিনি জানান, জিরাফের খাঁচার ওই গেট ২০১৮ সালে তৈরি করা হয়েছিল। জিরাফের মতো লম্বা জানোয়ারের কথা মাথায় রেখেই গেটের কাঠামো তৈরি করা হয়েছিল। এই ধরনের গেট দেশের বিভিন্ন স্বীকৃত চিড়িয়াখানায় ব্যবহৃত হয়ে থাকে। তারপরেও এমন মৃত্যুতে হতাশ স্টিভ। পার্কারকে যাঁরা দেখভাল করতেন তাঁদের দাবি, খাঁচা ভেঙে পালাতে গিয়েই মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রাণীটির।
প্রসঙ্গত, ২০১৮ সালে সান্টা বার্বারা জু থেকে নিউ ইয়র্কের সেনেকা পার্ক জু-তে আনা হয়েছিল পার্কারকে। তারপর থেকে দুই মাদা সঙ্গী কিপেনজি ও ইগির সঙ্গে এক খাঁচায় ছিল সে। ইগির গর্ভের দুই সন্তানের পিতা পার্কার। আপাতত অন্য জিরাফগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। চিড়িয়াখানার কর্মীদের বক্তব্য, একই খাঁচার সঙ্গীর মৃত্যুতে অন্য প্রাণীদের উপর মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে। নতুন করে যাতে অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্যে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.